ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শৃঙ্খলাভঙ্গ পাঁচ ফুটবলারকে খেলাবে না আজ!

প্রকাশিত: ০৪:৪৯, ১৪ মার্চ ২০১৭

শৃঙ্খলাভঙ্গ পাঁচ ফুটবলারকে খেলাবে না আজ!

স্পোর্টস রিপোর্টার ॥ তালিকায় নাম আছে তাদের পাঁচজনের। কিন্তু থাকলেও লাভ নেই কোন। শৃঙ্খলাভঙ্গ করেছেন। ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল’- এই নীতি অবলম্বন করেছে তাদের ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। এএফসি কাপে ‘ই’ গ্রুপে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ ঢাকা আবাহনী তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপের মার্জিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের। এই ম্যাচে আবাহনী শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে খেলাবে না ওই পাঁচ ফুটবলারকে। তারা হলেন : অধিনায়ক-ডিফেন্ডার আরিফুল ইসলাম, ডিফেন্ডার তপু বর্মণ, ডিফেন্ডার শাকিল আহমেদ, এ্যাটাকিং মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ^াস এবং মিডফিল্ডার জুয়েল রানা। কি করেছেন এই পাঁচ ফুটবলার। এ প্রসঙ্গে ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘এই পাঁচ ফুটবলার গত ১৩দিন ক্লাবকে কোন কিছু না জানিয়ে উধাও হয়ে ছিলেন। তারা ক্লাবের অনুশীলনে গরহাজির ছিলেন। তাই তাদের মঙ্গলবার মার্জিয়ার বিরুদ্ধে ম্যাচের একাদশে দেখা যাবে না।’ উল্লেখ্য, এএফসি কাপের এই আসরে অংশ নেয়ার জন্য সর্বোচ্চ ৩০ খেলোয়াড়কে নিবন্ধন করানো যাবে। বিদেশী খেলোয়াড় সর্বোচ্চ নেয়া যাবে চারজন। তবে ম্যাচে খেলানো যাবে তিনজনকে। ম্যাচে খেলাবার আগে সর্বোচ্চ ১৮ ফুটবলারের তালিকা জমা দেয়া যাবে। এএফসির নিয়ম হচ্ছে- কোন বিদেশীকে সে দেশের নাগরিকত্ব দিয়ে খেলালে এমন একজনকে সেই ক্লাব খেলাতে পারবে। তবে আবাহনীর এমন সুযোগ নেই। উল্লেখ্য, বিদেশী খেলোয়াড় হিসেবে এবার আবাহনীর হয়ে এ আসরে অংশ নেবেন ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ, ইংলিশ মিডফিল্ডার জোনাথন ডেভিড ব্রাউন এবং নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন অনুহা। সর্বশেষ প্রিমিয়ার লীগ শেষ হওয়ার আগেই আবাহনীর আরেক নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা আহত হন। সেই চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। ফলে এএফসি কাপে তাকে ছাড়াই খেলতে হবে আবাহনীকে। একটি সূত্র থেকে জানা গেছে, সানডে অনেক আগেই চোটমুক্ত হয়েছেন। তিনি শেখ রাসেল ক্রীড়া চক্রে খেলার কথা পাকাপাকি করে ফেলেছেন। ফলে আবাহনী তার জায়গায় নিবন্ধন করিয়েছে জোনাথনকে। আগামী ১ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হওয়ার কথা নতুন মৌসুমের ফুটবল দলবদল। কিন্তু আবাহনীকে এএফসি কাপে অংশ নিতে হবে পুরনো মৌসুমের খেলোয়াড় নিয়েই। তবে আবাহনী যদি এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সেক্ষেত্রে তারা নতুন খেলোয়াড় নিতে পারবে।
×