ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অশ্বিনের কাছে শীর্ষস্থান হারালেন সাকিব

প্রকাশিত: ০৪:৪৮, ১৪ মার্চ ২০১৭

অশ্বিনের কাছে শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং পয়েন্ট অর্জনের পর ক’দিন আগে ফের তিন ফরমেটের ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন সাকিব আল হাসান। যেখানে টেস্টে তার মূল প্রতিদ্বন্দ্বী রবিচন্দ্রন অশ্বিন। ব্যাঙ্গালুরু টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠেছেন অশ্বিন, অন্যদিকে শ্রীলঙ্কা সফরে গলে ব্যাটে-বলে সাকিব ছিলেন পুরোপুরি ব্যর্থ। তাই টেস্ট অলরাউন্ডার হিসেবে অশ্বিনের কাছে শীর্ষস্থান খোয়ালেন বাংলাদেশী তারকা। তালিকায় পরের তিনটি স্থানে ভারতের রবীন্দ্র জাদেজা (৩৬০), অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (৩৩২) ও ইংল্যান্ডের বেন স্টোকস (৩২৭)। তুখোড় ভারতীয় অফস্পিনার অশ্বিন পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরেই শীর্ষস্থানচ্যুত হয়েছিলেন। ৭ উইকেট নিলেও তার স্কোর ছিল বাজে। ব্যাঙ্গালুরুর দ্বিতীয় টেস্টে আরও ৮ উইকেট নিয়ে নিজের ভা ার সমৃদ্ধ করেছেন। উল্টোদিকে সাকিব গলের দুই ইনিংসে মাত্র ৩ উইকেট নেয়ার পাশাপাশি করেছেন ৩১ রান। যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিং টেবিলে। ৩৮ পয়েন্ট পিছিয়ে সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৪০৩, সাকিবের থেকে ৩১ পয়েন্ট এগিয়ে শীর্ষে অশ্বিন (৪৩৪)। গত কয়েক মৌসুম ধরেই সাকিব ও অশ্বিনের মধ্যে টেস্টে সেরা অলরাউন্ডারের জায়গা দখল নিয়ে প্রতিযোগিতা চলছিল। তবে সাম্প্রতিক ফর্মে সাকিবের চেয়ে ঢের এগিয়ে অশ্বিন। অস্ট্রেলিয়া সিরিজে অশ্বিনের ব্যাট হারে রান খরা থাকায় লম্বা সময় পর অশ্বিনকে ছাড়িয়ে গিয়েছিলেন সাকিব। কিন্তু লঙ্কানদের বিপক্ষে ব্যাটে-বলে জ্বলে উঠতে না পারায় শেষ পর্যন্ত অভিজাত সাদা পোশাকের ক্রিকেটে শীর্ষ স্থান হারাতে হলো। বুধবার কলম্বোতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই সুযোগ থাকছে সাকিবের সামনে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাচির তৃতীয় টেস্টে অশ্বিনও পারফর্ম করার জন্য মুখিয়ে থাকবেন। টেস্টে প্রতিবেশী দুইদেশের শীর্ষ অলরাউন্ডারের মধ্যে লড়াইটা কিন্তু বেশ জমজমাট। গলে অনুজ্জ্বল সাকিবকে নিয়ে কোচ হাতুরুসিংহে বলেন, ‘২০টি উইকেট নেয়ার পথ খুঁজে বের করতে হবে আমাদের। আমাদের বোলিং আক্রমণ খুবই অনভিজ্ঞ। এটাই সত্যি। এই বোলিং আক্রমণ থেকে সাকিবকে বাইরে রাখুন, বাকিদের সম্মিলিত অভিজ্ঞতা মাত্র ১৫ টেস্ট। আর সাকিবও সেই আগের বোলার নেই, ২০১০ সালের সময়টায় যখন সহায়ক কন্ডিশনে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিত।’ কলম্বোয় নিজেদের শততম টেস্ট খেলবে টাইগাররা। স্বরূপে ফিরতে ঐতিহাসিক ম্যাচটা হতে পারে সাকিবের জন্য উপযুক্ত মঞ্চ। সময়ের বড় তারকা তিনি। অশ্বিনকে পেছনে ফেলে কোচ হাতুরুকে জবাব দেয়ার মোক্ষম সুযোগ তার সামনে।
×