ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৪:৪৬, ১৪ মার্চ ২০১৭

দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ গল টেস্টের পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘদিন ব্যাটে রান ছিল না এবং গলের দুই ইনিংসে ৮ ও ০ রান করে আরও বিতর্কের মুখে পড়েন এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান। অবশেষে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে তাকে। পি. সারা ওভালে বুধবার শুরু হতে যাওয়ার দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন। জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন পারফর্মেন্সের কারণেই টেস্ট দল থেকে ছিটকে গেছেন মাহমুদুল্লাহ। তবে ওয়ানডে ও টি২০ দলেও বাদ রাখা হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেই দাবি করেছেন তিনি। যদিও মাহমুদুল্লাহর ফিরে আসার সিদ্ধান্তে গুঞ্জন তৈরি হয়েছে সীমিত ওভারের ফরমেটেও দলে থাকছেন না এ অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার ফেরার সংবাদে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন মাহমুদুল্লাহর ওয়ানডে দলে না থাকার কোন কারণই নেই আপাতত। পি. সারা ওভালে নিজেদের শততম টেস্ট খেলবে বাংলাদেশ দল। এমন একটি টেস্টে খেলা হবে না মাহমুদুল্লাহর। যদিও সেটা তিনি জেনেছেন অনেক পরে। সোমবার দলের অনুশীলনে আসলেও কোন প্র্যাকটিসে তিনি ছিলেন না। পরে টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয় দেশে ফিরে যাচ্ছেন মাহমুদুল্লাহ, খেলবেন না দ্বিতীয় টেস্ট। এমনকি ওয়ানডে ও টি২০ সিরিজের জন্যও তাকে নাকি বিবেচনায় রাখা হয়নি। এ বিষয়ে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘দ্বিতীয় টেস্টে পি. সারা ওভালে মাঠে নামার আগেরদিন (মঙ্গলবার) দেশে ফেরত পাঠানো হচ্ছে তাকে। যেহেতু ম্যাচ পাচ্ছেন না রিয়াদ, তাই শ্রীলঙ্কায় রাখার প্রয়োজন মনে করছে না টিম ম্যানেজমেন্ট।’ সুজনের এ কথাতেই স্পষ্ট হয়ে যায় ওয়ানডে সিরিজেও থাকবেন না তিনি। যদিও সুজন জানিয়েছেন সীমিত ওভারের ফরমেটে মাহমুদুল্লাহ থাকবেন কিনা সেই সিদ্ধান্তটা এখনও চূড়ান্ত হয়নি। তিনি জানিয়েছেন এখনও যেহেতু সময় আছে সেটা নিয়ে পরে চিন্তা-ভাবনা করা যাবে। তবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন,‘মাহমুদুল্লাহর ফিরে আসার বিষয়টি তার ওপর নির্ভর করছে। যেহেতু দ্বিতীয় টেস্টে খেলবেন না, তাই কিছুদিন ঘুরে যেতে পারেন।’ দীর্ঘদিন ধরেই ব্যাটে রানের খরা যাচ্ছে মাহমুদুল্লাহর। অফস্পিন করতে পারলেও নিয়মিত বোলিং করেন না। গল টেস্টে মাত্র দুই ওভার বোলিং করেছেন। টি২০ ফরমেটে মোটামুটি রানের মধ্যে থাকলেও ওয়ানডে ক্রিকেটে তিনি একের পর এক ব্যর্থ হয়েছেন। তবে টেস্ট ক্রিকেটে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন হাদরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৪ রানের একটি ইনিংস খেলে। কিন্তু গলে আবার ব্যর্থ হলেন। হায়দরাবাদ টেস্টের আগে টানা ১০ ইনিংসে তার ব্যাট থেকে কোন অর্ধশতক আসেনি। আর টানা ১০ টেস্টে মাত্র দুটি অর্ধশতক পেয়েছেন। সবমিলিয়ে কঠোর সমালোচনার মুখে ছিলেন মাহমুদুল্লাহ। প্রথম টেস্টে হারের পর আবার মাহমুদুল্লাহর হুট করে ছিটকে যাওয়ার প্রভাব এখন ঐতিহাসিক শততম টেস্টে পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু সুজন অবশ্য সেসব মনে করছেন না। তিনি বলেন, ‘বাংলাদেশ দল এখন আর আগের অবস্থানে নেই। মন খারাপ তো সবারই থাকবে। এটা খুবই স্বাভাবিক। রিয়াদ অভিজ্ঞ খেলোয়াড়, এত বছর দলের সঙ্গে ছিল। আমরা টেস্ট সিরিজে পিছিয়ে আছি, আমাদের হাতে তাকে বাদ দেয়া ছাড়া কোন উপায় ছিল না। এখানে আবেগ দিয়ে হবে না, পারফর্মেন্স সবচেয়ে বড় কথা। দলের প্রয়োজনে যেটা করা হয় সবাই সেটা মেনে নেয়।’ কিন্তু এ ব্যাটসম্যানের দেশে ফেরার বিষয়ে জানেনই না বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, ‘ওয়ানডে দলে মাহমুদুল্লাহর না থাকার কোন কারণ নেই। তার দেশে ফেরার খবর সম্পর্কে বোর্ড কিছু জানে না। দেশে ফেরার সিদ্ধান্তটা তার ব্যক্তিগত।’
×