ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাজিতপুরে ফিশারির বাঁধ কেটে দেয়ায় মাথায় হাত

প্রকাশিত: ০৪:৩০, ১৪ মার্চ ২০১৭

বাজিতপুরে ফিশারির বাঁধ কেটে দেয়ায় মাথায় হাত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৩ মার্চ ॥ বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কচুয়াখলা বরিয়ার বিলে রবিবার গভীর রাতে স্থানীয় সালাম মিয়াসহ তিনজনের লিজ নেয়া ফিশারির বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই তিন ফিশারিতে চাষ করা মাছ বেরিয়ে যাওয়ায় ১২-১৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। এ ব্যাপারে সোমবার সকালে ক্ষতিগ্রস্তরা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক বছর আগে সালাম মিয়াসহ তিনজন কুকরারাই মদিনাতুল উলুম মাদ্রাসার মালিকাধীন ১৫ একর বরিয়ার বিলের ফিশারিটি লিজ নেন। এ নিয়ে একই এলাকার স্বপন চন্দ্র দাস গংদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। রবিবার গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে স্বপন চন্দ্র দাসসহ ৩-৪ জন দেশী অস্ত্রে সজ্জিত হয়ে ফিশারির বাঁধ কেটে দেয়। এতে ফিশারির সকল মাছ ভেসে যায়। নীলফামারীতে ৩৩ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সদরের ই্টাখোলা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এক অগ্নিকা-ে ১৪টি পরিবারের ৩৩টি ঘর পুড়ে গেছে। সোমবার দুপুরে ওই গ্রামের মানিক চন্দ্র রায়ের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত দমকল বাহিনী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ, থেকে জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মান্দায় অগ্নিকা-ে চারটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। উপজেলার দক্ষিণ নুরল্লাবাদ গ্রামে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে গ্রামের কুবাদ আলীর রান্নাঘর থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও কুবাদ আলী, আকবর আলী, আব্দুল কাইয়ুম ও মিজানুর রহমানের বাড়ি ভস্মীভূত হয়। সাভার নিজস্ব সংবাদদাতা থেকে জানান, সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় সাভারে ‘এফএ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ’ এ আগুন লেগে পুড়ে গেছে ৪টি গাড়ি।জানা গেছে, এদিন দুপুরে ওই ওয়ার্কশপে ৪টি গাড়ির বডি তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। মির্জাপুরে মা সমাবেশ নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৩ মার্চ ॥ সোমবার উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য একাব্বর হোসেন প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মীর এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মীর শরীফ মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন, প্রধান শিক্ষক লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা আশরাফ খান, খোরশেদ আলম খোকন, হুমায়ুন কবির প্রমুখ। দুর্যোগ ঝুঁকি কমাতে কর্মশালা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক এক কর্মশালা সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সন্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকি হ্রাসে স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধিতে স্থানীয় কমিউনিটিকে অধিক সহনশীল করে গড়ে তোলার জন্যই এ কর্মশালার আয়োজন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোসতাক আহমেদ রবি। কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জেমি টারজি, ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাবেল ফিরোজ, ডিডিএমের উপ-পরিচালক আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
×