ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ছাত্রী ধর্ষিত ॥ ইউপি সদস্য চম্পট

প্রকাশিত: ০৪:৩০, ১৪ মার্চ ২০১৭

মুন্সীগঞ্জে ছাত্রী ধর্ষিত ॥ ইউপি সদস্য চম্পট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে ভিজিএফ কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে ইউনিয়ন পরিষদ সদস্য। রবিবার সন্ধ্যায় উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লা কান্তি বাজারের কাছে ওই ইউপি সদস্যের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, বালুচর ইউনিয়নের চার নং ওয়ার্ড সদস্য কামাল মোল্লা বাড়ির পাশের নার্র্গিস বেগমকে বাড়িতে যেতে বলে। রবিবার সন্ধ্যায় নার্গিস তার ষষ্ট শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নিয়ে কামাল মোল্লার বাড়িতে যায়। এ সময় কামাল মোল্লা তার সহযোগী পান্না বেগমকে দিয়ে নার্গিস বেগমকে কৌশলে সরিয়ে নেয়। এ সুযোগে মেম্বার মেয়েটিকে নেশাজাতীয় কিছু খাওয়ায়। এ সময় মেয়েটি প্রায় অচেতন হয়ে পড়ে। ওই অবস্থায় কামাল মেম্বার মেয়েটিকে ধর্ষণ করে। পরে কামাল মেম্বার নিজেই মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু মেয়েটির শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে সে তার মাকে সব খুলে বলে। পরে তার মা মেয়েটিকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বিষয়টি জানাজানি হলে ইউপি সদস্য এলাকা ছেড়ে পালিয়ে যায়। লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ- নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৩ মার্চ ॥ স্ত্রী হত্যা মামলায় স্বামী সুমন প্রকাশ লিটনের (৩০) মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম চৌধুরী এ রায় দেয়। উল্লেখ্য, কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের ঢাকার গার্মেন্টস শ্রমিক রাশেদা বেগম মুক্তাকে (২৩) ২০০৯ সালের কুমিল্লার নাঙ্গল কোর্ট উপজেলার সুমন প্রকাশ লিটন বিয়ে করে। ২০১৪ সালের শেষের দিকে তারা ৪ বছরের কন্যা সুবর্ণাকে নিয়ে কমলনগরের বাড়িতে আসে। এক পর্যায়ে সুমন বাড়ির পার্শ্ববর্তী ইটভাঁটিয় কাজ নেয়। যৌতুকের দাবি ও দাম্পত্য কলহ দেখা দেয়। স্ত্রীকে মারধর করায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশী বৈঠক হয়। ২০১৫ সালের ৯ মার্চ রাতে তারা ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে স্বামী স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। চসিক মেয়রের সঙ্গে চীনা রাষ্ট্রদূত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্দর নগরী চট্টগ্রামের সার্বিক উন্নয়নে চীনের সহযোগিতা চাইলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, জলাবদ্ধতার সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা, এলইডি বাতি সংযোজন, বিউটিফিকেশন, বিলবোর্ড ব্যবস্থাপনা, পর্যটন শিল্প, গার্মেন্টস শিল্প, পাওয়ার প্লান্টসহ নানা খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। বন্দরনগরী চট্টগ্রামকে দৃষ্টিনন্দন, নিরাপদ, সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ার প্রচেষ্টা চলছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ম্যা মিনগিয়াং সোমবার দুপুরে মেয়রের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হন। এ সময় চসিক মেয়র বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের বিষয় উল্লেখ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
×