ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে হিন্দু ধর্মের বই বাজারে

প্রকাশিত: ০৪:২৯, ১৪ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জে হিন্দু ধর্মের বই বাজারে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ চলতি বছরের দু’মাস অতিবাহিত হলেও নারায়ণগঞ্জের অনেক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সনাতন ধর্মাবলম্বী অধিকাংশ শিক্ষার্থী হিন্দু ধর্ম বই এখনও পায়নি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অভিযোগ করেন, তারা বারবার জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তাদের বইয়ের চাহিদার কথা জানালেও এখন পর্যন্ত বই সরবরাহ করেনি। এতে শিক্ষার্থীদের হিন্দু ধর্ম শিক্ষায় বিঘœ ঘটছে। জানা গেছে, যেসব স্কুলে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে বইয়ের সঙ্কট আরও বেশি। সরকারীভাবে হিন্দু ধর্ম বই সরবরাহ না হলেও শহরের খাজা মার্কেট ও ডিআইটি মার্কেট এলাকার বিভিন্ন লাইব্রেরিতে এসব বই বিক্রি হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের প্রধান তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যানিকেতন হাই স্কুল, নারায়ণগঞ্জ হাই স্কুল ও আইডিয়াল হাই স্কুলের তিনটি শ্রেণীর অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী ধর্ম বই পায়নি। বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক নারাণ চন্দ্র সাহা জানান, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বইয়ের চাহিদার অর্ধেক বই সরবরাহ করা হয়েছে, যে কারণে শ্রেণী কার্যক্রমে বিঘœ হচ্ছে। নারায়ণগঞ্জ হাই স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ কমল কান্তি সাহা জানান, তিনি হিন্দু ধর্ম বই না পাওয়ার কারণে পুরনো বই দিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছেন। কুড়িগ্রামে বুড়ি তিস্তা দখলমুক্ত করতে পাঁচ কি.মি মানববন্ধন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর শহরে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর সংযোগ খাল বুড়ি তিস্তা নদী বাঁচাতে মানববন্ধন করেছে পাঁচ সহস্রাধিক মানুষ। বুকে লেখা ছিল ‘বুড়ি তিস্তা বাঁচাও উলিপুর বাঁচাও’। সোমবার দুপুরে উলিপুর প্রেসক্লাব এবং রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় শহরের প্রাণিসম্পদ অফিস থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটারব্যাপী দীর্ঘ মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, মেয়র তারিক আবু আলা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাংবাদিক পরিমল মজুমদার, রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির জেলা সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি আপন আলমগীর, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, বাসদ সমন্বয়ক সাঈদ আকতার আমিন প্রমুখ।
×