ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

যশোরে পুলিশ সুপারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৪:২৯, ১৪ মার্চ ২০১৭

যশোরে পুলিশ সুপারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পুলিশ সুপার আনিসুর রহমানের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনের অভিযোগ এনেছেন বেসরকারী সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক। সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ এনে এসপিকে চাকরি থেকে বরখাস্তের দাবি জানান। তবে পুলিশ সুপার এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার ভাষ্য, আমাকে হেনস্তা করার জন্য বিনয় মল্লিক এসব করছেন। সংবাদ সম্মেলনে বিনয়কৃষ্ণ মল্লিক দাবি করেন, শহরের গাড়িখানা রোডের সরকারী জমি বরাদ্দ নিয়ে ব্যবসা ও বসবাসকারীদের অনৈতিকভাবে উচ্ছেদের প্রতিবাদ করায় তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিপীড়ন শুরু করেছেন পুলিশ সুপার। তিনি বলেন, সর্বশেষ ৯ মার্চ রাতে আমার বড় ছেলে সবুজ মল্লিককে সাদা পোশাকে পুলিশ শহরের দড়াটানা থেকে আটক করে খুলনার ফুলতলা পুলিশের কাছে ফেনসিডিল দিয়ে সোপর্দ করে। এ সময় ছেলের কাছে ব্যবসায়ের প্রায় দুই লাখ টাকা ছিল। পুলিশ সেই টাকা পকেটস্থ করে এবং পরে মাত্র হাজার খানেক টাকা ফিরিয়ে দেয়। বিনয় মল্লিক দাবি করেন, শুধু তাকে শায়েস্তা করার জন্য পুলিশ সুপার একের পর এক তাকেসহ পরিবারের সদস্যদের নিপীড়ন করছেন। এর আগে আমার ছেলের নামে বিস্ফোরক ও প্রতারণার মামলা দিয়ে আটক করা হয়। এছাড়া পুলিশ সুপার আমাকে ও আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, অকথ্য নোংরা ভাষা যোগ করে নানা তথ্যসম্বলিত চিঠি বিভিন্ন দফতরে দিয়েছেন। তিনি বলেন, ‘আমার মতো পরিচিত মানুষকে পুলিশ সুপার যেভাবে হেনস্তা করছেন, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা তা সহজেই অনুমেয়।’ বিনয়কৃষ্ণ মল্লিক ‘দৈনিক টেলিগ্রাম’ নামে পত্রিকার সম্পাদক এবং প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি। তিনি রাইটস যশোর নামে বেসরকারী সংস্থার নির্বাহী পরিচালক। বিনয় মল্লিক পুলিশ সুপারকে অযোগ্য, ক্ষমতার অপব্যবহারকারী, দুর্নীতিবাজ দাবি করে অবিলম্বে তাকে চাকরি থেকে বরখাস্ত ও নিজ সন্তানের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এ্যাডভোকেট মাসুমা আক্তার, দুর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
×