ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাজে আসেনি দালালের চালাকি ॥ অবশেষে শ্রীঘরে

প্রকাশিত: ০৪:২৯, ১৪ মার্চ ২০১৭

কাজে আসেনি দালালের চালাকি ॥ অবশেষে শ্রীঘরে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নিজের নামের সঙ্গে মিল থাকায় হতদরিদ্র এক ব্যক্তিকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে চার্জশীটে নাম অন্তর্ভুক্ত করিয়ে দিয়েও শেষরক্ষা হয়নি শীর্ষ মানব পাচারকারীর। ওই নিরীহ ব্যক্তি মিথ্যা মামলায় আটক হয়ে ২২ দিন কারাভোগ করেছেন। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর নিয়ে ঘটনার রহস্য খুঁজে পান উখিয়া থানার ওসি আবুল খায়ের। অবশেষে শীর্ষ মানব পাচারকারী আবুল কালামকে (মোটা কালাম) রবিবার সন্ধ্যায় কোটবাজার থেকে আটক করেছে পুলিশ। ওসি জানান, ধৃত আবুল কালাম জালিয়াপালং ছেপটখালীর মৃত মাস্টার শরীফ মোহাম্মদের ছেলে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি। কক্সবাজার উপকূলসহ উত্তরবঙ্গের সিংহভাগ মানুষ মালয়েশিয়ায় পাচার করেছে মোটা কালামের সিন্ডিকেট। এলাকায় তাদের রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। অল্প দিনে আঙ্গুল ফুলে কালাগাছ বনে যাওয়া কালামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জানা গেছে, তালিকাভুক্ত আসামি আবুল কালাম মামলার তদন্তকারী কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে তার নামের স্থলে স্থানীয় নিরীহ ব্যক্তি জাফর আহাম্মদের ছেলে আবুল কালামের নামে চার্জশীট করায়। অথচ মামলা তো দূরের কথা, জীবনেও পুলিশের কাছে যাননি তিনি। গ্রেফতারি পরোয়ানাভুক্ত হিসেবে পুলিশ ৬ ফেব্রুয়ারি আবুল কালামকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। ২২ দিন মিথ্যা মামলায় কারাভোগের পর ২৭ ফেব্রুয়ারি আদালত নিরীহ ব্যক্তি আবুল কালামকে জামিনে মুক্ত করে দেয়। মানব পাচারকারী সিন্ডিকেটের অন্যতম ও একাধিক মামলার আসামি স্থানীয় মৃত এরশাদুর রহমান সিকদারের ছেলে ফয়েজ আহাম্মদ সিকদার, নুরুল কবির, তার স্ত্রী রেজিয়া আক্তার (রেবি ম্যাডাম), শামসুল আলম সোহাগ, কালা জমির, বেলালসহ কয়েকজন শীর্ষ দালাল আত্মগোপনে থেকে মোটা দাগের টাকার বিনিময়ে মামলা থেকে রেহাই পেতে তদ্বির চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। নওগাঁয় ছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ মার্চ ॥ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ছাত্র শ্যামল চন্দ্র বর্মনের খুনের দায়ে রুমন, রাশেদের গ্রেফতারের দাবিতে সোমবার ইনস্টিটিউটের ছাত্ররা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সকালে পলিটেকনিক চত্বর থেকে মিছিল বের হয়ে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে বক্তব্য রাখেন নওগাঁ সরকারী কলেজের ছাত্রলীগ নেতা শাকিল, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান শিউল, তানভির ইসলাম, শাকিল আহমেদ, বিশাল সরদার প্রমুখ।
×