ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়কে শ্রমিক লীগ নেতাসহ নিহত ৭

প্রকাশিত: ০৪:২৮, ১৪ মার্চ ২০১৭

সড়কে শ্রমিক লীগ নেতাসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ বরগুনায় মাদ্রাসাছাত্র, চাঁপাইনবাবগঞ্জ ও যশোরে দুই মোটরসাইকেল আরোহী, গাজীপুরে ডিম ব্যবসায়ী ও মোটরসাইকেল আরোহী এবং ভালুকায় শ্রমিক লীগ নেতা ও বালু ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এছাড়া মাগুরায় ট্রাক-মাইক্রো সংঘর্ষে আহত হয়েছে চারজন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর। বরগুনা ॥ আমতলী-তালতলী সড়কে কড়ইবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র আবু কাওছার (২০) নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওছার তালতলীর চরপাড়া গ্রামের আলাল আকনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাওছার আমতলী থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। কড়ইবাড়িয়া বাজারে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাওছার গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ ॥ সদর উপজেলার পলশা এলাকায় সোমবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার ছেলে মোটরসাইকেলচালক আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। নিহত আরোহী গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৫০)। পুলিশ জানায়, নিহত আব্দুল মজিদ ছেলের সঙ্গে শহর থেকে মোটরসাইকেলযোগে গোমস্তাপুরে বাড়ি যাওয়ার সময় দুপুর দেড়টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পলশা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের ধাক্কা দেয়। পেছনে বসে থাকা আব্দুল মজিদ ছিটকে রাস্তার মাঝে পড়ে গেলে ট্রাকটি তার ওপর দিয়ে চলে যায়। যশোর ॥ সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র জয় বিশ্বাস (১৬) নিহত হয়েছে। সোমবার সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহতের চাচাত ভাই টিপু বিশ্বাস জানিয়েছেন, জয় বিশ্বাস এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে সোমবার সকালে বাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর মোটরসাইকেল চালানো শিখছিল। এ সময় বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে নিজের মোটরসাকেলের নিচে তার মাথা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন জয়কে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। গাজীপুর ॥ ডিম বহনকারী পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম জুনায়েদ আহমেদ (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মঈন গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। এছাড়া শ্রীপুরে ট্রেনের সঙ্গে বালুভর্তি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ময়মনসিংহ থেকে ডিম নিয়ে রবিবার রাতে একটি পিকআপ ঢাকা যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভবানীপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী মালবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের আরোহী ডিম ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় পিকআপে থাকা ডিম মহাসড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ভেঙ্গে যায় এবং প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বিঘিœত হয়। ঘটনার পর পিকআপচালক পালিয়ে যায়। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে সোমবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান (৩৭) মারা যান । এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এদিকে অপর ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে সোমবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বালু ব্যবসায়ী রুমান (২৮) নিহত হয়েছেন। জানা যায়, ঘটনার সময় রুমান তার সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে ভালুকা আসার পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান। মাগুরা ॥ সোমবার দুপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। মাগুরাÑঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার ইছাখাদায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর ॥ শ্রীপুরে সোমবার সন্ধ্যায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম রিপন মুন্সী (৩০)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকার ইউনুস আলীর ছেলে। পুলিশ জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা থেকে মোটর সাইকেল যোগে স্থানীয় জৈনা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের নয়নপুর এমসি বাজার এলাকায় পৌঁছলে একইগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে পেছন থেকে ওই মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটর সাইকেল আরোহী রিপন মহাসড়কে ছিটকে পড়েন। এসময় দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিপন ঘটনাস্থলে মারা যান। রাজশাহীতে এসকেভেটর চালক নিহত স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, দুর্গাপুরে পুকুর খননকাজে ব্যবহৃত এসকেভেটর মেশিন উল্টে চালক নুরউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। নুরউদ্দিন চট্টগ্রাম জেলার সীতাকু-ু উপজেলার কুমারিয়া গ্রামের মৃত আবু হানিফের ছেলে। রবিবার রাত ১২টার দিকে ঝালুকা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠিয়েছে।
×