ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পৃথক ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৪:২৬, ১৪ মার্চ ২০১৭

চট্টগ্রামে পৃথক ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কদমতলী ও হালিশহর এলাকায় সংঘটিত পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কদমতলীতে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এক রেল কর্মচারী। হালিশহরে বন্ধুর ছুরিকাঘাতে মারা গেছে এক যুবক। সোমবার সকালে ও রবিবার গভীর রাতে এ দুটি ঘটনা ঘটে। জিআরপি সূত্রে জানা যায়, কদমতলীতে ট্রেনের ধাক্কায় নিহতের নাম আবদুল মালেক (৫৫)। তিনি রেলওয়ের কর্মচারী। মালেক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। চাঁদপুর থেকে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি অনেক দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবদুল মালেক রেলের এ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ফেনী জেলায়। পুলিশ মরদেহ উদ্ধার এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এদিকে নগরীর হালিশহর এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে নিহতের নাম মাসুদ মিয়া (৩২)। রবিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গভীর রাতে সাগর ও কাশেম নামের দুই বন্ধু রক্তাক্ত মাসুদকে হাসপাতালে এনে ভর্তি করায়। রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মাসুদ এবং তার বন্ধু হোসেন হালিশহর বি ব্লক এলাকার ২ নম্বর সড়কের বাসায় থাকত। হোসেন টেম্পোচালক। রাতে চিৎকার শুনে তারা ওই ঘরে গিয়ে দেখেন, মাসুদের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছুরি মেরে পালিয়েছে বন্ধু হোসেন। আশঙ্কাজনক অবস্থায় তারা তাকে হাসপাতালে নিয়ে আসেন। কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে মাসুদের নগদ টাকা এবং মোবাইল ফোন খোয়া গেছে। কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের যৌথসভা নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ মার্চ ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে বিজয়ী করতে এক যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার নগরীর টাউন হলে এ সভার আয়োজন করা হয়। যৌথসভা শেষে দলীয় প্রার্থী সীমা ও স্থানীয় এমপি বাহাউদ্দিন বাহার সমর্থিতদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা। জানা যায়, আসন্ন ৩০ মার্চ অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে বিজয়ী করতে নানা পরিকল্পনা নিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে কুমিল্লার আওয়ামী লীগের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আফজল খান ও এমপি বাহাউদ্দিন বাহার গ্রুপ এক হয়ে সোমবার টাউন হলের যৌথসভায় অংশগ্রহণ করে। সভায় প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর, জাহাঙ্গীর আলম, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল ও ফরিদুন্নাহার লাইলি।
×