ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদের বিরুদ্ধে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত: ০৩:৫৯, ১৪ মার্চ ২০১৭

জঙ্গীবাদের বিরুদ্ধে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যরে ধর্ম। ইসলামিক ফাউন্ডেশন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং কারিগরি দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসস’র। সামীম আফজাল আরও বলেন, জনগণের ধর্মীয় মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের জন্য দ্বীনি দাওয়াতভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আর এ লক্ষ্যকে সামনে রেখেই আলেম-ওলামাদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ইসলাম নিয়ে আজ রাজনীতি করার চেষ্টা হচ্ছে। অথচ আল্লাহর রাসুল দাওয়াত দিয়েছেন সেখানে কোন রাজনীতি ছিল না। রংপুর বিভাগীয় কার্যালয়, দিনাজপুর জোন, পঞ্চগড় জোন, ও বগুড়া জোনে আয়োজিত ৪টি পৃথক মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশনের ১৬টি জেলার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক প্রতিষ্ঠানের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বাস্তবায়নের প্রস্তুতি ও দিকনির্দেশনা প্রদান করেন। লাইসেন্সের শর্ত ভঙ্গ, গাজী টায়ারকে তিন লাখ টাকা জরিমানা স্টাফ রিপোর্টার ॥ লাইসেন্সের শর্ত ভঙ্গের দায়ে গাজী টায়ারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজার মাসরুর হোসেনকে ৬ মাসের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকা পোস্তায় অবস্থিত সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন প্রতিষ্ঠান গাজী টায়ারকে এ জরিমানা করা হয়। রাজধানীর চকবাজার ও শহীদনগর এলাকায় অবৈধ কেমিক্যাল কারখানা উচ্ছেদকালে ডিএসসিসির নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবীর এ জরিমানা করেন।
×