ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন বিদ্রোহী বহিষ্কার

আওয়ামী লীগে শুদ্ধি অভিযান শুরু

প্রকাশিত: ০৮:১৬, ১৩ মার্চ ২০১৭

আওয়ামী লীগে শুদ্ধি অভিযান শুরু

বিশেষ প্রতিনিধি ॥ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলে শুদ্ধি অভিযান শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দলের মধ্যে বিভেদ, কোন্দল ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দলটি। শুধু বিদ্রোহী প্রার্থী কিংবা দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী নন, এদের যারা সমর্থন, মদদ ও উৎসাহ দিয়েছেন তিনি যত বড় নেতা-এমপি হোন, তাদের তালিকা প্রস্তুত করার জন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। এসব সিদ্ধান্তের ধারাবাহিকতায় সম্প্রতি তিনটি উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় তিন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এই তিন বিদ্রোহী প্রার্থীর কারণেই নির্বাচনে তিনটি উপজেলা পরিষদ আওয়ামী লীগের হাত ছাড়া হয়, বিজয়ী হন বিএনপি প্রার্থীরা। বহিষ্কৃতরা হলেনÑ সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সুমানগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির আহমেদ ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মোহাম্মদ সোহেল। শৃঙ্খলাবিরোধী ও সংগঠনের স্বার্থপরিপন্থী কর্মকা-ে অংশগ্রহণ করার অভিযোগে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠন থেকে কেন তাদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দলীয় সভানেত্রীর ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। এই সংক্রান্ত চিঠি রবিবারই ডাকযোগে অভিযুক্তদের কাছে পাঠানো হয়েছে। অপর একটি সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠি তৃণমূলে পাঠানো হয়েছে। ওই চিঠিতে দেশের সব জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়ে বলা হয়েছে, যেসব জেলা-উপজেলা-থানা-পৌরসভা কিংবা ইউনিট মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেসব জায়গার তালিকা প্রস্তুত করে দ্রুত সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করতে হবে।
×