ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বখাটে কিরণের ফাঁসি বহাল, জহির খালাস

প্রকাশিত: ০৮:১৫, ১৩ মার্চ ২০১৭

বখাটে কিরণের ফাঁসি বহাল, জহির খালাস

স্টাফ রিপোর্টার ॥ নরসিংদীর শিবপুরের জোড়া খুন মামলার বখাটে কিরণ মিয়াকে নিম্ন আদালতের দেয়া ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জহিরকে খালাস দেয়া হয়েছে। বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের ডিভশন বেঞ্চ রবিবার এই রায় দেয়। আদালতে আসামি পক্ষে নিতাই গোপাল দেবনাথ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল শুনানি করেন। আইনজীবীরা জানান, নরসিংদীর শিবপুরের শিক্ষার্থী ইতিয়াজ বেগম ইতিকে (১৭) উত্ত্যক্ত করত বখাটে কিরণ মিয়া। কিন্তু ইতি বারবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। ২০০২ সালের ১৯ আগস্ট রাতে কিরণ দলবলসহ ইতিকে অপহরণের জন্য তাদের বাড়িতে যায়। এতে বাধা দিলে ইতির ভাবি রুবি বেগম ও আত্মীয় মোঃ ফারুককে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় করা মামলায় ২০১১ সালের ২৮ জুন নরসিংদীর অতিরিক্ত দায়রা আদালত আসামি কিরণকে মৃতুদ- ও জহিরকে যাবজ্জীবন দ- দেয়।
×