ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিষয় : বিজ্ঞান;###;মোঃ মাসুদ খান

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ মার্চ ২০১৭

অষ্টম শ্রেণির পড়াশোনা

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স (পূর্ব প্রকাশের পর) ৩১। নিডারিয়া পর্বের প্রাণিদের দেহের ভিতরের স্তরটির নাম কী? হৃ এন্ডোডার্ম। ৩২। কোন পর্বের প্রাণিগুলো বিচিত্র বর্ণ ও আকার Ñ আকৃতির হয় ? হৃ নিডারিয়া। ৩৩। কোন পর্বের কিছু কিছু প্রাণি স্বাদু পানিতে বাস করে ? হৃ পরিফেরা। ৩৪। কোন পর্বের প্রাণিরা সরলতম বহুকোষী ? হৃ পরিফেরা। ৩৫। নিডারিয়া পর্বের প্রাণিদের দেহ গহ্বরকে কী বলে ? হৃ সিলেন্টেরন। ৩৬। কোন পর্বের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে ? হৃ নিডারিয়া। ৩৭। এক্টোডার্মে কী নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে ? হৃ নিডোব্লাস্ট। ৩৮। কোন পর্বের অনেক প্রজাতি খাল, বিল, নদী, ঝরনা ইত্যাদিতে দেখা যায়? হৃ নিডারিয়া। ৩৯। হাইড্রা ও ওবেলিয়া কোন পর্বের উদাহরণ ? হৃ নিডারিয়া। ৪০। কোন পর্বের প্রাণিদের কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না? হৃ পরিফেরা। ৪১। শিকার ধরা, আতœরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয় কোন কোষ? হৃ নিডোব্লাস্ট কোষ। ৪২। সিলেন্টেরন কী করে ? হৃ পরিপাক ও সংবহনে অংশ নেয়। ৪৩। দেহপ্রাচীরের ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে কোন পর্বের প্রাণিদের? হৃ পরিফেরা। ৪৪। পরিফেরা পর্বের প্রাণিরা সাধারণভাবে কী নামে পরিচিত? হৃ স্পঞ্জ। ৪৫। কোন পর্বের প্রাণিরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে? হৃ নিডারিয়া। ৪৬। কোন পর্বের প্রাণিগুলোর জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় হৃ প্লাটিহেলমিনথিস। ৪৭। কোন পর্বের প্রাণিদের দেহ কিউটিকেল দ্বারা আবৃত? হৃ প্লাটিহেলমিনথিস। ৪৮। কেঁচো কৃমি ও ফাইলেরিয়া কৃমি কোন পর্বের উদাহরণ? হৃ নেমাটোডা। চলমান...
×