ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও নাগরিকতা;###;মোঃ মনোয়ারুল হক

নবম-দশম শ্রেণির পড়াশোন

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ মার্চ ২০১৭

নবম-দশম শ্রেণির পড়াশোন

বি.এস.এস,বি-এড সিনিয়র শিক্ষক কানকিরহাট বহুমূখী উচ্চ বিদ্যালয় সেনবাগ, নোয়াখালী। পরীক্ষকঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১৮৮৬৩০৪৫ সুপ্রিয় শিক্ষার্থীরা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। প্রথম অধ্যায়- পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটি পড় এবং প্রশ্ন গুলোর উত্তর দাও। জনাব তাসকিন মাহমুদ নারায়ণগঞ্জ-২ আড়াই হাজার আসন থেকে মহান জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে এরুপ ৩০০ টি আসন রয়েছে। তিনি তার এলাকার মানুষের কল্যাণে কাজ করেন। তিনি এ এলাকার প্রধান ব্যক্তি। ক. পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? খ. আধুনিক ধারণা মতে নাগরিক বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে জনাব তাসকিন মাহমুদের ক্ষেত্রে নাগরিকের কোন রুপ প্রতিফলিত হয়েছে? ঘ. উদ্দীপকের আড়াই হাজার এলাকার সাথে প্রাচীন নগর রাষ্ট্রের তুলনামূলক সম্পর্ক বিশ্লেষণ কর। ক. উত্তরঃ পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দু ভাগে ভাগ করা যায়। যথা- একক পরিবার ও যৌথ পরিবার। খ. উত্তরঃ আধুনিক ধারণা মতে নাগরিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি স্থায়িভাবে রাষ্ট্রে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, রাষ্ট্র কতৃক প্রদত্ত সামাজিক, রাজনৈতিক অধিকারসহ সব রকমের সুযোগ-সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে। গ. উত্তরঃ উদ্দীপকে জনাব তাসকিন মাহমুদের ক্ষেত্রে নাগরিকের জাতীয় রুপ প্রতিফলিত হয়েছে। আলোচ্য উদ্দীপকে জনাব তাসকিন মাহমুদ মহান জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় একজন নির্বাচিত সংসদ সদস্য এবং তিনি তার এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করার পাশাপাশি এলাকার প্রধান ব্যক্তিও তিনি। এজন্য উদ্দীপকে জনাব তাসকিন মাহমুদের ক্ষেত্রে নাগরিকের জাতীয় রুপ প্রতিফলিত হয়েছে। কেননা একজন ব্যক্তি শুধু স্থানীয় এলাকার সদস্য থাকে না, পরবর্তীতে সে রাষ্ট্রের একজন সদস্য হিসেবেও পরিগণিত হয় এবং রাষ্ট্রীয় সংগঠনের বিভিন্ন দিকের সাথে জড়িয়ে পড়ে। এরুপ ক্ষেত্রে রাষ্ট্রীয় সংগঠনের প্রতি তার অধিকার ও কর্তব্যবোধ তীক্ষ হয়ে ওঠে। রাষ্ট্রের একজন সদস্য হিসেবে যখন একজন নাগরিক রাষ্ট্রীয় কতৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করে এবং বিনিময়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে, তখন তার নাগরিকতা জাতীয় রুপ ধারণ করে। এ পর্যায়ে সে একজন জাতীয় নাগরিক হিসেবে গণ্য হয়। ঘ.উত্তরঃ প্রাচীন গ্রীসে যখন রাষ্ট্রের ধারণার উদ্ভব হয় তখন রাষ্ট্র ছিল ছোট ছোট অঞ্চলে বিভক্ত, এ ধারণাটি উদ্দীপকের আড়াই হাজার এলাকার সাথে সম্পর্কযুক্ত। কেননা আড়াই হাজার এলাকা রাষ্ট্র না হলেও রাষ্ট্রের ক্ষুদ্রতম অংশ। প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল তেমনি আড়াই হাজার এলাকাও বর্ত-মানে রাষ্ট্রের পরিপূর্ণ রুপ না হলেও রাষ্ট্রের ক্ষুদ্র একটি অংশ। প্রাচীন গ্রীসে আয়তনের তুলনায় জনসংখ্যা কম হওয়ায় রাষ্ট্রের পরিধি ছিল ছোট , কিন্তু বর্তমানে রাষ্ট্রের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হওয়ায় রাষ্ট্রগুলোর অনেক খন্ড পরিলক্ষিত হয়, যা প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রের সাথে আড়াই হাজার এলাকার সম্পর্ককে নির্দেশ করে। প্রাচীন নগর রাষ্ট্রে নাগরিক বলতে তাদেরকেই বোঝানো হতো যারা সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত। কিন্তু উদ্দীপকের আড়াই হাজার এলাকার ক্ষেত্রে যারা স্থায়িভাবে রাষ্ট্রে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, রাষ্ট্র কতৃক প্রদত্ত সামাজিক, রাজনৈতিক অধিকারসহ সব রকমের সুযোগ-সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে তারাই রাষ্ট্রের নাগরিক। প্রাচীন নগররাষ্ট্র গুলোতে শুধু পুরুষদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হলেও উদ্দীপকের আড়াই হাজার এলাকায় নারী-পুরুষ সবাই রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হয়। প্রাচীন নগর রাষ্ট্রের সাথে উদ্দীপকের আড়াই হাজার এলাকার বিভিন্ন পার্থক্য পরিলক্ষিত হলেও কিছু সামঞ্জস্যও পরিলক্ষিত হয়। কেননা প্রাচীন নগররাষ্ট্রের ধারণা থেকেই আধুনিক রাষ্ট্রের নানাবিধ বিষয়ের ধারণা আসে। আর সেই ধারণার মধ্যে একটি ধারণা হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের নারায়ণগঞ্জ-২ আড়াই হাজার এলাকা। বহুনির্বাচনী প্রশ্ন ১. ইংরেজি ‘ঈরারপং’ শব্দের প্রতিশব্দ কোনটি? ক. নাগরিক ও নাগরিকতা খ. পৌরনীতি ও নাগরিকতা গ. নাগরিক ও নগর রাষ্ট্র ঘ. পৌরনীতি ২. মামুন একজন সুনাগরিক হতে চায়। তাহলে তার প্রথম কোন বিষয়ে ধারণা থাকা প্রয়োজন? ক. অর্থনীতি খ. পৌরনীতি গ. দর্শন ঘ. মনোবিজ্ঞান ৩.রাষ্ট্র সৃষ্টির আগে মানুষ কোথায় বাস করত? ক. পাহাড়ে খ. শহরে গ. প্রকৃতির রাজ্যে ঘ. নগরে ৪. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে? ক. রুশো খ. গেটেল গ. এরিস্টটল ঘ. মন্টেস্কু ৫. আমাদের সকল অর্থনৈতিক চাহিদা পুরণের উৎস হলো- ক. বিদ্যালয় খ. পরিবার গ. সমাজ ঘ. সম্প্রদায় ৬. ইশ্বরের সৃষ্টিমূলক মতবাদটি কোন ধরণের মতবাদ? ক. সুপ্রাচীন মতবাদ খ. আধুনিক মতবাদ গ. মধ্যযুগীয় মতবাদ ঘ. গ্রহণযোগ্য মতবাদ ৭. রুশোর মতে, প্রকৃতির রাজ্য কেমন ছিল? ক. নরকের মত খ. স্বর্গের মত গ. পার্কের মত ঘ. চিড়িয়াখানার মত ৮. রাষ্ট্র বিজ্ঞানী প্লেটো কোন দেশের অধিবাসী ছিলেন? ক. গ্রিসের খ. আমেরিকার গ. ব্রিটেনের ঘ. ইতালির ৯. পরিবারের কোন ধরনের কাজকে জৈবিক কাজ বলে? ক. শিক্ষা খ. বিনোদন গ. মনস্তাত্বিক ঘ. লালন-পালন ১০. ঈরঃরুবহ শব্দের অর্থ কী ? ক. নাগরিক খ. নগররাষ্ট্র গ. বিদেশী ঘ. ভোটার উত্তরমালা ঃ ১/ ঘ ২/ খ ৩/ গ ৪/ ক ৫/ খ ৬/ক ৭/ খ ৮/ ক ৯/ ঘ ১০/ ক
×