ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঋতম্ভর সম্মাননা পাচ্ছেন লেখক বিধান মিত্র

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ মার্চ ২০১৭

ঋতম্ভর সম্মাননা পাচ্ছেন লেখক বিধান মিত্র

সঞ্জয় সরকার, নেত্রকোনা থেকে ॥ বিশিষ্ট লেখক বিধান মিত্র ‘ঋতম্ভর সম্মাননা ২০১৬’ পাচ্ছেন। আগামী ১৬ মার্চ বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ে ঋতম্ভরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিধান মিত্রকে এ সম্মাননা দেয়া হবে। জানা গেছে, ২০১০ সাল থেকে দুই বছর পর পর একজন বরেণ্য লেখক, গবেষক, কবি বা সাহিত্যিককে ঋতম্ভর সম্মাননা পরিষদের পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হয়। এ বারের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। ঋতম্ভর সম্মাননা পর্ষদ ২০১৬ এর আহ্বায়ক অধ্যাপক মোস্তফা কামাল জানান, এ পর্যন্ত চারজন বরেণ্য ব্যক্তিকে ঋতম্ভর সম্মাননা দেয়া হয়েছে। তারা হলেন: প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, কবি আল আজাদ, লোক গবেষক আলী আহাম্মদ খান আইয়োব ও গোলাম এরশাদুর রহমান।
×