ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘রং যেন মোর মর্মে লাগে’ শীর্ষক সঙ্গীতসন্ধ্যা কাল

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ মার্চ ২০১৭

‘রং যেন মোর মর্মে লাগে’ শীর্ষক সঙ্গীতসন্ধ্যা কাল

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চকবির গানের দল গীতশতদল। দীর্ঘ ১১ বছর ধরে সংগঠনটি পঞ্চকবির গানে সমৃদ্ধ করছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ ও কাজী নজরুল ইসলামের গানকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বরাবরের মতো বিশেষ এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে সংগঠনটি। কবিগুরুর গানের চরণ ‘রং যেন মোর মর্মে লাগে’ শিরোনামের এ আয়োজন শুরু হবে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায়। সংগঠনের পরিচালক বাঁশরি দত্ত জানান, পঞ্চকবির বাণী সমৃদ্ধ গান আমাদের নিয়ে যায় সুন্দরের পথে। অসাম্প্রদায়িক ও নতুন প্রজন্মের মধ্যে সুস্থধারার সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যে আমরা পঞ্চকবির গান করে থাকি। আমাদের সংগঠনের সব শিল্পীরাই নারী। আমাদের সংগঠনের নতুন শিল্পীদের গান গাওয়ার ক্ষেত্র তৈরিতে নানা অনুষ্ঠান করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের এ আয়োজন। আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আবৃত্তিকার ও সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদ ও বুলবুল মহলানবিশকে।
×