ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন ম্যাচ নিষিদ্ধ সারোয়ার

প্রকাশিত: ০৬:০২, ১৩ মার্চ ২০১৭

তিন ম্যাচ নিষিদ্ধ সারোয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড় সারোয়ার হোসেন। রবিবার বিশ্ব হকি লীগ রাউন্ড-২-এর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ঘানার মিডফিল্ডার মাইকেল বেইডেনকে স্টিক দিয়ে আঘাত করায় তাকে এ শাস্তি দিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। বল নিয়ে দৌড়ে যাওয়ার সময় পেছন দিকে স্টিক টান দেন সারোয়ার, সেটি আঘাত হানে বেইডেনের কপালে। ক্ষতের কারণে রক্তও ঝরেছে বেইডেনের কপাল থেকে। ম্যাচ শেষে ভিডিও দেখে সারোয়ারের শাস্তি নির্ধারণ করে টেকনিক্যাল কমিটি। এই নিষেধাজ্ঞার কারণে এশিয়া কাপের প্রথম তিনটি ম্যাচ খেলতে পারবেন না সারোয়ার। বার্সিলোনা-পিএসজি ম্যাচ ফের আয়োজনের দাবি! স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার রূপকথার গল্প এখন মানুষের মুখে মুখে। শেষ ষোলোর প্রথম লেগে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-০ গোলে হারের পর কেউই ভাবতে পারেনি শেষ আটে খেলবে কাতালানরা। ফিরতি লেগে ন্যুক্যাম্পে বিশ্বরেকর্ড গড়েন নেইমার, সুয়ারেজ, মেসিরা। পিএসজিকে গুণে গুণে ছয় গোল দিয়ে দুই লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কুড়িয়েছে বার্সা। কিন্তু ম্যাচটিতে জার্মান রেফারি ডেনিজ আইটকিনের বাঁশি নিয়ে বিশ্বজুড়ে শোরগোল চলছে। পিএসজি সমর্থক তো বটেই, নিরপেক্ষ সমর্থকরাও বলেছেন, ওই ম্যাচে দু’টি পেনাল্টির সিদ্ধান্তই ছিল ভুল। শুধু তাই নয়, শেষ গোলটিও অফসাইড। বিষয়টি মানতে পারছেন না ফরাসী চ্যাম্পিয়নদের সমর্থকরা। ম্যাচটির পর থেকেই তারা রেফারির মু-ুপাত করে চলেছেন। এবার পিএসজির এক সমর্থক ম্যাচটি পুনরায় খেলানোর দাবিতে পিটিশন করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উদ্ধৃতিতে এমনই জানা গেছে।
×