ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকায় মালদ্বীপের মার্জিয়া স্পোর্টিং

প্রকাশিত: ০৬:০২, ১৩ মার্চ ২০১৭

ঢাকায় মালদ্বীপের মার্জিয়া স্পোর্টিং

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি কাপের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে মালদ্বীপের ক্লাব মার্জিয়া স্পোর্টিং। রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিথিদের বরণ করে নেন ঢাকা আবাহনী ও বাফুফের কর্মকর্তারা। মঙ্গলবার ‘ই’ গ্রুপের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের পেশাদার লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিরুদ্ধে খেলবে মার্জিয়া স্পোর্টিং। ২০১৫-১৬ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে (অপরাজিত) এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আয়োজনে ‘এএফসি কাপে’ খেলার যোগ্যতা অর্জন করেছে ঢাকা আবাহনী। এএফসি এশিয়ার প্রত্যেক দেশের প্রতি বছরের লীগ শিরোপাধারীদের সমন্বয়ে এই আন্তর্জাতিক ফুটবল আসর আয়োজন করে থাকে। ২০১১-১২ মৌসুমের পর এ আসরে আবারও খেলবে ঢাকা আবাহনী। তারা খেলবে দক্ষিণ অঞ্চলের ‘ই’ গ্রুপে। এই গ্রুপের অপর দলগুলো হলোÑ ভারতের মোহনবাগান ও জেএসডব্লিউ ব্যাঙ্গালুরু এফসি। প্রতিটি ক্লাব হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে পরস্পরের বিরুদ্ধে দু’বার করে খেলবে। সেক্ষেত্রে প্রতিটি দল মোট ৬টি করে ম্যাচ খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে একাধিক ক্লাবের পয়েন্ট সমান হলে বাইলজ অনুযায়ী দলের অবস্থান অনুক্রম নির্ধারণ করা হবে। ‘ই’ গ্রুপের চাম্পিয়ন দল ইন্টার জোনাল সেমিফাইনালে উন্নীত হবে। সেখানে খেলা হবে নকআউট ভিত্তিতে।
×