ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সহজ জয়ে সেমিতে আর্সেনাল-ম্যানসিটি

প্রকাশিত: ০৬:০১, ১৩ মার্চ ২০১৭

সহজ জয়ে সেমিতে আর্সেনাল-ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ সহজ জয়ে ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি ২-০ গোলে স্বাগতিক মিডলসব্রোকে ও আর্সেনাল ৫-০ গোলে হারিয়েছে লিঙ্কন সিটিকে। এদিকে আজ রাতে কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে কথার লড়াই। দু’দলেই বিরাজ করছে উত্তেজনা। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। ডানদিক দিয়ে পাবলো জাবালেতার পাস পেয়ে গোল করেন ডেভিড সিলভা। প্রথমার্ধে স্বাগতিক মিডলসব্রো বেশ কয়েকটি সুযোগ পেয়েও সমতা ফেরাতে পারেনি। রিবতির পর ব্যবধান দ্বিগুণ করার বেশ কয়েকটি সুযোগ হারায় সিটি। ৫২ মিনিটে সার্জিও এ্যাগুয়েরোর ফ্লিক পোস্টে বাধা পায়। আর এক মিনিটের ব্যবধানে সিলভা ও লেরয় সানের দুটি প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক। অবশেষে ৬৭ মিনিটে গোল পান এ্যাগুয়েরো। জার্মান মিডফিল্ডার সানের বাড়ানো বল জালে পাঠান দারুণ ফর্মে থাকা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। চার মিনিট পর আবারও বল জালে পাঠান এ্যাগুয়েরো। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষ দশ মিনিটে ম্যানসিটি আরও তিনটি ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় ব্যবধান বাড়েনি। ম্যাচ সিটি কোচ পেপ গার্ডিওলা বলেন, ছেলেদের পারফর্মেন্সে আমি খুশি। তবে ব্যবধান আরও বাড়া উচিত ছিল। ঘরের মাঠ লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে পঞ্চম সারির দল লিঙ্কন সিটিকে পাত্তাই দেয়নি আর্সেনাল। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে দারুণ জয় তুলে নেয় আর্সেন ওয়েঙ্গারের দল। এই জয়ে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোয় বেয়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ১০-২ গোলে হেরে ছিটকে পড়ায় চাপ কিছুটা হলেও কাটালো গানার্সরা। বড় জয় পেলেও প্রথমার্ধে আর্সেনালকে আটকিয়ে রাখে অতিথিরা। এ অর্ধের অতিরিক্ত সময়ে প্রথম গোল করেন থিও ওয়ালকট। বিরতির পর ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসী স্ট্রাইকার অলিভিয়ের জিরুড। ৫৮ মিনিটে ইংলিশ ডিফেন্ডার লুক ওয়াটারফল নিজেদের জালেই বল জড়ালে আর্সেনালের জয় নিশ্চিত হয়ে যায়। ৭২ মিনিটে মেসুত ওজিলের পাস থেকে স্কোরলাইন ৪-০ করেন চিলির ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ। ৭৫ মিনিটে পাঁচ নম্বর গোলটি করেন এ্যারন রামসে। দারুণ এই জয়ের পরে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতায় তিনি এই ক্লাবেই থাকতে চান। চলতি সপ্তাহে আর্সেনালের হতাশজনক পারফর্মেন্সে সমর্থকদের রোষানলে পড়েন ওয়েঙ্গার। এমনকি তাকে দল থেকে সরিয়ে দেবারও দাবি জানান সমর্থকরা। এমিরেটস স্টেডিয়ামে এফএ কাপের এই ম্যাচটির আগে ফরাসী কোচের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদেও মুখর ছিলেন গানার্সভক্তরা। ম্যাচটি জয়ের পরও সমর্থকরা তার বিরুদ্ধে সেøাগান দিতে ছাড়েনি। চলতি মৌসুম শেষে ওয়েঙ্গারের সঙ্গে আর্সেনালের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনও নিশ্চিত নয় তিনি চুক্তি নবায়ন করবেন কিনা, কিংবা ক্লাব তাকে আর রাখতে চাইবে কিনা। যদিও ইঙ্গিত আছে প্রিমিয়ার লীগের ক্লাবটির সঙ্গেই ওয়েঙ্গার থাকতে চাচ্ছেন। কিন্তু কতদিনের জন্য সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। এ বিষয়ে ওয়েঙ্গার বলেন, এ ব্যাপারে আসলে আর কিছু বলতে চাচ্ছি না। এগুলো নিয়ে সম্প্রতি অনেক কথা হয়েছে। আমি আমার ক্যারিয়ারে অন্তত এটা প্রমাণ করতে পেরেছি এই ক্লাবের প্রতি আমার প্রতিশ্রুতি কতটুকু ছিল। শেষদিন পর্যন্ত আমি এটাই করার চেষ্টা করব।
×