ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোল্টকে হারাতে চান গ্যাব্রিয়েল

প্রকাশিত: ০৬:০১, ১৩ মার্চ ২০১৭

বোল্টকে হারাতে চান গ্যাব্রিয়েল

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বকালের সবচেয়ে গতিধর মানব উসাইন বোল্ট। টানা তিন অলিম্পিকের সবগুলো ইভেন্টে স্বর্ণ জিতেছেন জ্যামাইকান এ গতিদানব। মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার পেরিয়ে যে বিশ্বরেকর্ড গড়েছেন সেটা এখনও অটুট। এখন পর্যন্ত বোল্টকে হারাতে পারেননি কেউ। তবে এনএফএল তারকা টেইলর গ্যাব্রিয়েল ঘোষণা করেছেন তিনিই পারবেন বোল্টকে হারিয়ে দিতে। আটলান্টা ফ্যালকনসের এ রিসিভার দুরন্ত গতির কারণে ইতোমধ্যেই এনএফএলে বিস্ময় ছড়িয়েছেন। এবার বোল্টকে দৌড়ে হারানোর চ্যালেঞ্জ জানালেন তিনি। ২০১৬ মৌসুমের আগে গ্যাব্রিয়েলকে এনএফএল ভক্তরা চিনতেনও না। ক্যারিয়ারের প্রথম দুই মৌসুম দুর্দান্ত সাফল্য দেখান এ ওয়াইড রিসিভার। অসম্ভব ক্ষিপ্র গতির জন্য পরিচিতি পেয়ে যান। ২০১৬ সালেই ৬টি টাচডাউন পাস সম্পন্ন করে সবার নজর কাড়েন। এমনটা করা বেশ কঠিন, কারণ রিসিভারকে ঠেকানোর জন্য প্রতিপক্ষ রক্ষণভাগে থাকে কঠিন নিরাপত্তা রজ্জু। সেটা ভেদ করে ঠিকই টাচ ডাউন সম্পন্ন করেছেন শুধু ক্ষিপ্রগতির জন্য। এখন ২৬ বছর বয়সী গ্যাব্রিয়েল মনেপ্রাণেই আত্মবিশ্বাসী তিনি বোল্টকে হারিয়ে দিতে পারবেন। কারণ বিশ্বের দ্রুততম মানব বোল্টের চেয়ে নিজেকে গতিময় মনে করছেন তিনি। তবে সেজন্য ১০০ মিটারের চেয়ে কম দূরত্বের প্রতিযোগিতা হতে হবে। বোল্ট ১০০ মিটারের বিশ্বরেকর্ডধারী। গ্যাব্রিয়েল মনে করেন এরচেয়ে কম দূরত্বের প্রতিযোগিতা হলেই তিনি বোল্টকে হারাতে পারবেন। এ বিষয়ে গ্যাব্রিয়েল বলেন, ‘আমরা যদি ৩০ গজ যাই, সেক্ষেত্রে বোল্টকে পেছনে ফেলব।’ তার এই ঘোষণার পর অনেকেই প্রশ্ন করছেন গ্যাব্রিয়েলকেÑ এটা কি সম্ভব? গ্যাব্রিয়েল দৃঢ় কণ্ঠে উত্তর দিচ্ছেন, ‘হ্যাঁ অবশ্যই, ৩০ গজের দৌড়ে। আমি তাকে হয়তো ৪০ গজেও ধরতে পারব। ৫০ গজ দূরত্বেও তাকে ধরার সামর্থ্য থাকতে পারে। কিন্তু ৩০ গজে আমি তাকে পেছনে ফেলব।’ ৩০ গজ মানে হচ্ছে ২৭ মিটার দূরত্ব। আর এনএফএলে এমন দূরত্বই সবসময় পেরোতে হয় গ্যাব্রিয়েলকে। গ্যাব্রিয়েলের এমন চ্যালেঞ্জিং কণ্ঠের জবাব অবশ্য দিতে পারেননি বোল্ট। তিনি এখন প্রস্তুত হচ্ছেন গ্রাঁ প্রিঁ রেসের জন্য। আগামী ১০ জুন জ্যামাইকার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রেসটি। সেখানে অংশ নেবেন চারজন বিশ্বরেকর্ডধারী দৌড়বিদ ও স্প্রিন্টার। রেসার্স ট্র্যাক ক্লাবের প্রেসিডেন্ট গ্লেন মিলস এ বিষয়টি নিশ্চিত করেছেন। বোল্টের সম্মানে রেসটিকে বলা হবে ‘স্যালুট টু আ লিজেন্ড।’ ২৪ বছর বয়সী ওয়েড ভ্যান নিকার্ক রিও অলিম্পিকের ৪০০ মিটারে ৪৩.০৩ সেকেন্ড টাইমিংয়ে বিশ্বরেকর্ড গড়ে জিতেছেন। ২৮ বছর বয়সী কেনিয়ার দৌড়বিদ ডেভিড রুডিশা পুরুষদের ৮০০ মিটারে ১ মিনিট ৪০.৯১ সেকেন্ড টাইমিংয়ে বিশ্বরেকর্ডধারী। ১০০ মিটার হার্ডলসে ১২.২০ সেকেন্ড টাইমিং নিয়ে বিশ্বরেকর্ডধারী যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সী কেন্দ্রা হ্যারিসন। তারা এ প্রতিযোগিতায় অংশ নেবেন।
×