ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারবার-রাদওয়ানস্কার জয়ে শুরু

প্রকাশিত: ০৬:০০, ১৩ মার্চ ২০১৭

কারবার-রাদওয়ানস্কার জয়ে শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ দোর্দ- প্রতাপে ইন্ডিয়ান ওয়েলসের মিশন শুরু করেছেন এ্যাঞ্জেলিক কারবার, লুসি সাফারোভা, ভেনাস উইলিয়ামস, সিমোনা হ্যালেপ, ক্যারোলিন ওজনিয়াকি এবং এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। তবে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো এবং অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। গত বছর দুটি মেজর টুর্নামেন্ট জয়ের পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করে নেন এ্যাঞ্জেলিক কারবার। যদিওবা এ বছরের শুরুতেই সেরেনার কাছে তা হারিয়ে ফেলেন স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। তবে ইন্ডিয়ান ওয়েলসে না খেলার কারণে আবারও দুই থেকে এক নম্বরে উঠে যাবেন কারবার। ইন্ডিয়ান ওয়েলসে শুরুটাও করেছেন দারুণভাবে। নিজের প্রথম ম্যাচে শনিবার তিনি ৬-২ ও ৬-১ সেটে পরাজিত করেন তারই স্বদেশী আন্দ্রেয়া পেটকোভিচকে। প্রতিপক্ষকে হারাতে তার সময় লাগে মাত্র ৫৯ মিনিট। ম্যাচ শেষে অবশ্য জানিয়েছেন জয়টা খুব সহজ ছিল না তার, ‘এটা খুব সহজ ছিল যে তা বলা যাবে না। আমরা একে অপরের সারাজীবন ধরেই চিনি। তাই বন্ধুর বিপক্ষে কোর্টে খেলাটা সবসময়ই কঠিন। তার বিপক্ষে ম্যাচে আমি শুধু নিজের সেরাটাই ঢেলে দেয়ার চেষ্টা করেছি।’ এছাড়া বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকি দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬-৩ ও ৬-০ সেটে পরাজিত করেন মাগদা লিনেত্তিকে। রোমানিয়ার সিমোনা হ্যালেপ ৬-৪ ও ৬-১ সেটে জয় তুলে নেন ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকের বিরুদ্ধে। পোল্যান্ডের ষষ্ঠ বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা ৬-৩ এবং ৬-৪ সেটে পরাজিত করেন স্প্যানিশ খেলোয়াড় সারা সোরিবেসকে। তবে ভেনাস উইলিয়ামসের জয়টা অবশ্য খুব সহজে আসেনি। তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত ১-৬, ৭-৬ (৭/৫) এবং ৬-১ গেমে জেলেনা জাঙ্কোভিচকে পরাজিত করে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি। সাতবারের গ্র্যান্ডসøাম বিজয়ী ভেনাস ডান হাতে ইনজুরি নিয়ে প্রথম সেটে মাত্র ২০ মিনিটেই হেরে বসেন। দ্বিতীয় সেটেও দ্রুত ৩-১ গেমে পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে দুইবার জাঙ্কোভিচকে ব্রেক করে ৫-৪ গেমে লিড নেন ভেনাস। কিন্তু দশম গেমে অভিজ্ঞ সার্বিয়ান তারকা ভেনাসকে পরাজিত করে আবারও ৫-৫ গেমে সমতা ফেরান। শেষ পর্যন্ত ভেনাসই শেষের হাসি হাসেন। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলা ভেনাস বছরের প্রথম গ্র্যান্ডসøামের পর এই নিয়ে দ্বিতীয় কোন টুর্নামেন্টে খেলছেন। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ কোকো ভেন্ডেওয়েগে। যাকে হারিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন ভেনাস উইলিয়ামস।
×