ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেটের পীড়ায় বিশ্রামে নেইমার

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ মার্চ ২০১৭

পেটের পীড়ায় বিশ্রামে নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন করে ইতিহাস রচনা করেছেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগে অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সিলোনা। প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বিরুদ্ধে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সা। প্রথম লেগে ৪-০ গোলে হারের পর এ ঐতিহাসিক ঘটনা সৃষ্টির রচয়িতা ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তিনি জোড়া গোল করার পাশাপাশি একটি গোলও করিয়েছেন। সে ম্যাচেই পেটের পেশিতে টান লেগেছিল তার। এ কারণে রবিবার লা লিগায় ডিপোর্টিভো লা করুনার বিরুদ্ধে বিশ্রাম দেয়া হয় নেইমারকে। পেটের পীড়া থেকে কিছুটা সুস্থ হলেও কোন ঝুঁকির মধ্যে যেতে চায়নি কাতালানরা। পিএসজির বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল বার্সা। চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর প্রথম লেগে কাতালানরা হেরে যায় ৪-০ গোলে। শেষ আটে উঠতে হলে ফিরতি লেগে অন্তত ৫-০ গোলে জেতার দরকার ছিল। এমন কঠিন সমীকরণের মুখে জ্বলে ওঠেন নেইমার। একাই গোল করেন দুটি। আবার সার্জিও রবার্তোকে দিয়ে গোলও করিয়েছেন। শেষ পর্যন্ত বার্সা ৬-১ গোলে পিএসজিতে বিধ্বস্ত করে দ্বিতীয় লেগে। এমনটা চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে আর দেখা যায়নি কখনও। ৩ গোলে পিছিয়ে থেকেও আগে কোন দল তা পরিশোধ করে পরবর্তী রাউন্ডে উঠতে পারেনি। অবিস্মরণীয় ঘটনার জন্ম দেয়ার দিন মাঠেই তলপেটের ব্যথায় কাতরেছেন নেইমার। ম্যাচ জয়ের পর শুক্রবার দলের সব খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন। শনিবার বাকি সবাই অনুশীলনে ফিরলেও নেইমার ছিলেন না। কারণ পেটের ব্যথা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। এ কারণে রবিবার লা লিগায় ডিপোর্টিভোর বিরুদ্ধে ম্যাচে তাকে না খেলানোর সিদ্ধান্ত গ্রহণ করে বার্সা ম্যানেজমেন্ট। এবার টানা তৃতীয় লা লিগা শিরোপা জয়ের মিশন বার্সার। সেদিক থেকে কিছুটা চ্যালেঞ্জের মুখেই আছে তারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জন্য। এই মুহূর্তে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। তাই প্রতিটি লীগ ম্যাচ এখন গুরুত্বপূর্ণ বার্সিলোনার জন্য। আর মৌসুম শেষে কাতালান শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লুইস এনরিকে। সে কারণে তিনি চাইবেন যে করেই হোক শেষ মৌসুমে দলকে শিরোপা জেতাতে। তবু নেইমারের ব্যাপারে বাড়তি ঝুঁকি নিতে নারাজ তিনি। এ বিষয়ে এনরিকে বলেন, ‘আমার খেলোয়াড়দের যে অভিজ্ঞতা সেটার ওপর আমার যথেষ্ট আস্থা আছে। আমি জানি দেয়ার মতো অনেক কিছুই আছে তাদের। সবকিছুই এখন পর্যন্ত নিশ্চিত হওয়ার বাকি আছে। এখনও ৮টা দল চ্যাম্পিয়ন্স লীগে টিকে আছে। এর মধ্যে স্পেনের তিনটি ক্লাব চ্যাম্পিয়ন্স লীগে এবং দুটি দল লীগ কাপে অংশ নিচ্ছে। তার মানে আমাদের পক্ষে একটি, দু’টি বা তিনটি শিরোপা জেতার সুযোগ আছে। আবার এমনটাও ঘটতে পারে যে কোন শিরোপাই জিতব না। এ কারণে খেলোয়াড়দের সুস্থ রাখা জরুরী আমাদের।’ ডিপোর্টিভোর বিরুদ্ধে খেলতে পারেননি রাফিনহাও। তিনি গ্যাস্ট্রিকের কারণে বাইরে চলে গেছেন। এছাড়া সাইডলাইনে বসে আছেন এ্যালেক্সিস ভিদাল ও জেরেমি ম্যাথিউ। এ কারণে এনরিকে বার্সিলোনা ‘বি’ দল থেকে কারলেস এ্যালেনাকে ডেকেছেন ১৮ জনের স্কোয়াড গড়তে।
×