ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরণার্থীদের সহায়তায় রোবট উকিল

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ মার্চ ২০১৭

শরণার্থীদের সহায়তায় রোবট উকিল

ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডায় সম্প্রতি আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রচুর শরণার্থী গিয়ে হাজির হয়েছে। এ শরণার্থীদের তথ্য দিয়ে সহায়তা করছে একটি রোবট প্রযুক্তি। বিশ্বের প্রথম রোবট আইনজীবী বলা হচ্ছে চ্যাটবট নামের এই রোবটকে। এটি মূলত তৈরি করা হয়েছিল ট্রাফিক জরিমানার বিষয়ে আইনী সহায়তা দেয়ার জন্য। তবে এখন এটি শরণার্থীদের সহায়তার জন্য কাজ করছে। এটি তৈরি করেছে জসুয়া ব্রোডার নামে এক ডিজাইনার। প্রথমে তিনি এটির নাম দেন ডোন্টপে। পরে এটির নাম বদলে রখা হয় চ্যাটবট। খবরে বলা হয়েছে, চ্যাটবট মূলত একটি কম্পিউটার প্রোগ্রাম। ফেসবুক ও মেসেঞ্জার থেকে তথ্য নিয়ে লেখা কিংবা ভয়েস কমান্ডের মাধ্যমে এটি জবাব দেয়। এখন পুরোদমে যুক্তরাষ্ট্র ও কানাডায় ইমিগ্রেশনের ফর্ম ফিলাপ করছে এই চ্যাটবট। ইতোমধ্যে শরণার্থীদের জন্য ফর্ম ফিলাপসহ অন্যান্য আইনী সহায়তা দিয়ে আলোচনায় এসেছে এই রোবট উকিল। -বিবিসি অবলম্বনে।
×