ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দলীয় কর্মীর চায়ের দোকান দখল করে নিলেন আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ মার্চ ২০১৭

দলীয় কর্মীর চায়ের দোকান দখল করে নিলেন আওয়ামী লীগ নেতা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলার বাঘা উপজেলায় এক গরিব দলীয় কর্মীর ছোট্ট চায়ের দোকান (টি-স্টল) দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জানা গেছে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা রেলগেট এলাকায় একটি চায়ের দোকান ভাংচুর করে দখল করে নেয়া হয়েছে। দোকান ঘরটি দিন দিনেও দখলমুক্ত করতে না পেরে রবিবার এক গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বাঘা থানার ওসি আলী মাহমুদ। চা-স্টল দখলকারীর নাম তোজাম্মেল হক। তিনি উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাঘা থানার ওসি বলেন, তোজাম্মেল হক ওরফে তোজাম এক গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। এতে গৃহবধূ রাজি না হওয়ায় তার স্বামীকে গালিগালাজ করে তোজাম। এর প্রতিবাদ করলে শনিবার বিকেল ৫টার দিকে তোজাম লোকজন নিয়ে গিয়ে ওই গৃহবধূর স্বামীর চায়ের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় ওই চায়ের দোকানের ওপরে একটি নৌকা টাঙ্গিয়ে দিয়ে তা দখল করে নেয়। যোগাযোগ করা হলে ইউপি সদস্য তোজাম্মেল হক তোজাম গৃহবধূকে কুপ্রস্তাব দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, দোকান ঘরটি আওয়ামী লীগের ক্লাব ছিল। তার কাছে ভাড়া দেয়া হয়েছিল। সঠিকভাবে ভাড়া দিতে না পারায় তার কাছে থেকে ঘরটি ফিরিয়ে নিয়ে আওয়ামী লীগের ক্লাব করার জন্য নৌকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম নান্টু বলেন, এই ওয়ার্ডে একটি আওয়ামী লীগের ক্লাব আছে। তবে ওই চায়ের দোকান আদৌ আওয়ামী লীগের ক্লাব ছিল কি না তার জানা নেই। আওয়ামী লীগের নামে কেউ কারও দোকান বা ঘর দখল করে থাকলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম বলেন, ওই চায়ের দোকানের মালিকের বাবা ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীণ নেতা ছিলেন। দল করতে গিয়ে এক সময় তিনি নিঃস্ব হয়ে পড়েন। এ কারণে আওামী লীগের নেতাকর্মীরা রেলওয়ের জায়গায় তাকে চায়ের দোকান করে দেয়। তার ছেলেও আওয়ামী লীগের কর্মী বলে জানান তিনি।
×