ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চা বানাতে গৃহবধূর ভুলে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:৫২, ১৩ মার্চ ২০১৭

চা বানাতে গৃহবধূর ভুলে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ মার্চ ॥ চা বানাতে গিয়ে গৃহবধূ জামেলা (৫০) ভুল করে পানিতে দানাদার বিষ মেশান। আর তা পান করে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে চারজন। রবিবার দুপুরে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো, সোহান (৭) ও সোহানা (২)। জানা গেছে, গ্রামের আলাউদ্দিনের বাড়িতে মেহমান এলে তার স্ত্রী জামেলা চা বানাতে গিয়ে ভুল করে চা পাতার পরিবর্তে পানিতে দানাদার বিষ মেশান। পরিবারের ৬ জন এই পানি পান করেন এবং শিশু সোহান ঘটনাস্থলেই মারা যায়। অসুস্থ হয়ে পড়ে ৫ জন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে সোহানা মারা যায়। স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ভুলক্রমে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সদর থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ গিয়ে বিষয়টি ক্ষতিয়ে দেখছে।
×