ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লবস্টার থারমিডো নিয়ে ওমেগা ৩ সি ফুড রেস্টুরেন্ট

খাবারের মেনুতে হাজারো আইটেম

প্রকাশিত: ০৫:০৩, ১৩ মার্চ ২০১৭

খাবারের মেনুতে হাজারো আইটেম

লবস্টার থারমিডো আর নরওয়ের আটলান্টিক স্যালমনের খাবারের মাধ্যমে খুব কম সময়েই জনপ্রিয়তা ওমেগা ৩ সি ফুড রেস্টুরেন্ট। খাবারের তালিকায় আরও রয়েছে প্ল্যাটার, ক্রীম ডোরি ফিশ, মাসেসল, ক্যালামারি, ক্র্যাপ, সিকাশ, টাইগার প্রনগ্রীল চিকেনসহ আরও সুসাদু বিভিন্ন খাবার। বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে দেয়া হয় ডিসকাউন্ট। এখানে খাবারে মানের পাশাপাশি দামটাও আপনার হাতের নাগালে। আর তাই প্রতিদিনই ভিড় করছেন ভোজন পিয়াসু মানুষ। পার্টির ব্যবস্থাও রয়েছে রেস্টুরেন্টটিতে। এখানকার মাছ আনা হয় ভিয়েতনাম, চিলি, নরওয়ে ও এশিয়ার অন্যান্য দেশ থেকে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ট্রেইন প্রাপ্ত শেফ দারা নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্ট। ফ্রি ওয়াইফাই এর সঙ্গে থাকছে হোম ডেলেভারির ব্যবস্থা। ওমেগা ৩ সি ফুড নাম দেয়া হয়েছে কারণ, আনস্যাচুয়েটর ফ্যাটি এসিড ওমেগা ৩ যা হার্টকে কোলেস্টেরল মুক্ত রাখে আর এটি ফুড সাপ্লিমেন্টারি হিসেবেও কাজ করে। ধানম-ি ২৭ এর র‌্যাংগস নাসিম স্কয়ারের ১৩ তলায় এই বছরের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ওমেগা ৩ সি ফুড রেস্টুরেন্ট। ভূতের বাড়ির পিৎজা ভূত স্পেশাল লালবাগের পর লালমাটিয়ায় শাখা দিয়ে খুব কম সময়েই ভোজন পিয়াসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ভূতের বাড়ি। এখানকার স্পেশাল আইটেম পিৎজা ভূত স্পেশাল। এছাড়াও রয়েছে বুস্ট চিকেন, সেট মেনু, পাস্তা, বারবিকিউ চিকেন, চিজ ফ্রেঞ্জ ফ্রাই, সামানগ্রি চিকেন, কাবাব প্ল্যাটার বার্গার, হারিয়ালি ও আফগানি কাবাব। খাবারের মানের কারণে মানুষের ভিড় দিনের পরদিন বেড়েই চলেছে। ইন্টোরিয়োর সাজানো হয়েছে একদমই ভূতের মতো অন্ধকার করে। মনে হতেই পারে আশপাশে ভূত আছে তবে ভূত কিন্তু সত্যিই আছে। খাবারের দাম একদমই হাতের নাগালের পাশে থাকছে বিশেষ দিনে ডিসকাউন্ট আরও থাকছে ছোটখাটো পার্টির ব্যবস্থাও। খাবারের মান আর সার্ভিসের ব্যাপারে খুবই সচেতন ভূতের বাড়ি। ফ্রি ওয়াইফাই এর পাশাপাশি থাকছে হোম ডেলিভারির ব্যবস্থাও। মোহাম্মদপুর লালমাটিয়ার ১-৫ ডি ব্লকে ২০১৬ সালের ২৫ এপ্রিল যাত্রা শুরু করে ভূতের বাড়ি রেস্টুরেন্ট ইন এ্যান্ড আউটের ডোনাট বার্গার ডোনাট বার্গার ও চিজ উইথ রেগুলার বার্গার, বাটার চিকেন ও আচারি চিকেন স্পেশাল এখানকার স্পেশাল খাবারের আইটেম। এছাড়া রয়েছে লোমিন, কড়াই চিকেন, গ্রিল চিকেন সালাদ, পিংকিং পাস্তা, সাব স্যান্ডুয়েজ, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং নতুন নতুন আইটেমের খাবারের সম্ভার নিয়ে ইন এ্যান্ড আউট মোহাম্মদপুরের রিংরোডে এই বছরের ১৩ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। বিশেষ দিন উপলক্ষে এখানে থাকে ডিসকাউন্ট অফার। এছাড়া রয়েছে পার্র্টির ব্যবস্থা। খাবারে মানের কারণে অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছে ইন এ্যান্ড আউট।
×