ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ তুলে ধরুন

প্রকাশিত: ০৫:০২, ১৩ মার্চ ২০১৭

শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ তুলে ধরুন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১২ মার্চ ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শিক্ষকম-লীর উদ্দেশে বলেছেন, শিক্ষার্থীদের সামনে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা তুলে ধরুন। যাতে তারা সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে। এছাড়া প্রতিযোগিতার যুগে টিকে থাকতে ভাল করে পড়াশোনার জন্য অভিভাবকদের সন্তানের প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি রবিবার বিকেলে চার দিনের সরকারী সফরে নিজ জন্মভূমি জেলার হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলায় এসে স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। হাওড়াঞ্চলের জীবনমান উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ৫৭ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনাদের ভোটে আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এ সময়ের মধ্যে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলার যোগাযোগ ব্যবস্থায় উন্নীতকরণসহ সার্বিক উন্নয়নে কাজ করেছি। এখনও এ অঞ্চলের জীবনমান উন্নয়ন বাস্তবায়নের অনেক কাজ চলছে। তিনি আক্ষেপ করে বলেন, নির্বাচনে ভোট কেনাবেচা হয়। এ জন্য জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে ও পরের চরিত্র পাল্টে ফেলেন। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি জনগণকে সতর্কতা অবলম্বন করে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পরামর্শ দেন। মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শাহিদ ভূঁইয়া, সদর ইউপি চেয়ারম্যান শরীফ কামাল প্রমুখ। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ সরকারের উর্ধতন কর্মকর্তারাসহ উপস্থিত ছিলেন। দুপুর ১২টা ২০ মিনিটে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ হেলিকপ্টারে করে মিঠামইন হেলিপ্যাডে এসে পৌঁছেন। এরপর মিঠামইন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে তাঁকে গার্ড অব অনার দেয়া হয়। পরে রাষ্ট্রপতি দুপুর দেড়টার দিকে রিক্সায় চড়ে মিঠামইন উপজেলা সদরের বাজার ও বাজারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এর আগে তিনি মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা ভবন উদ্বোধন করেন। পরে বিকেল সাড়ে চারটায় রাষ্ট্রপতি আবদুল হক ডিগ্রী কলেজ মাঠে সুধী সমাবেশে যোগ দেন। সন্ধ্যায় ওই কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে মিঠামইনের কামালপুর গ্রামে নিজবাড়িতে রাতযাপন করেন। প্রসঙ্গত, রাষ্ট্রপতির মিঠামইন-ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় চার দিনের সফরসঙ্গী হিসেবে প্রায় ৩০ জন রয়েছেন। আজ সোমবার (১৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ইটনা উপজেলায় যাবেন। বিকেল পৌনে ৩টায় ইটনা মহেশচন্দ্র বিদ্যানিকেতন পরিদর্শন করে বিকেল ৩টায় তিনি ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজ’-এর ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি জেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন। মঙ্গলবার দুপুর ১২টায় হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি অষ্টগ্রাম উপজেলায় গিয়ে দুপুর ১টায় ‘অষ্টগ্রাম রোটারি ডিগ্রী কলেজ’ এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তৃতা করবেন। বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি অষ্টগ্রাম খেলার মাঠে সুধী সমাবেশে যোগ দেবেন। ১৪ মার্চ রাতে তিনি অষ্টগ্রাম ডাকবাংলোয় থাকবেন। রাষ্ট্রপতি বুধবার সকালে অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করে বেলা সাড়ে ১১টায় অষ্টগ্রাম হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন।
×