ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী কাল লক্ষ্মীপুর যাচ্ছেন

প্রকাশিত: ০৪:৫৯, ১৩ মার্চ ২০১৭

প্রধানমন্ত্রী কাল লক্ষ্মীপুর যাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১২ মার্চ ॥ ১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্মীপুর সফর উপলক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু মিঞার বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় গোলাম ফারুক পিংকু মিঞা বলেন, ১৪ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ সময় আরও বক্তব্য রাখেনÑ জেলা আ.লীগ সাধারণ এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, শাহজাহান কামাল প্রমুখ। দেশনেত্রী সফল তিনবারের প্রধানমন্ত্রীর কাছে জেলাবাসীর প্রাণের দাবির মধ্যে রয়েছে, মজুচৌধুরীহাট সংলগ্ন অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, লক্ষ্মীপুর-চৌমুহানী-ফেনী রেললাইন, মজুচৌধুরীহাট ও রামগতির আলেকজান্ডা পর্যটন কেন্দ্র, চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়ন, লক্ষ্মীপুর হতে ঢাকা ও চট্টগ্রাম রাস্তা মহাসড়কে উন্নীত (প্রশস্ত) করণ, মেডিক্যাল স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, নদীভাঙ্গন রোধে বরাদ্দ বৃদ্ধি, লক্ষ্মীপুর-হাজিগঞ্জ, কচুয়া-দাউদকান্দি মহাসড়ক নির্মাণ, চিকিৎসা ও আবাসন সুবিধাসহ প্রতিবন্ধী (শিশুদের) স্কুল, লক্ষ্মীপুর প্রেসক্লাব বহুতল ভবন নির্মাণ, মৎস্য অবতরণ কেন্দ্র, রায়পুর-চৌমুহানী সড়ককে চার লেইনে উন্নীতকরণ, লক্ষ্মীপুর প্রেসক্লাব বহুতল ভবন নির্মাণ, লক্ষ্মীপুর-নোয়াখালী সেচ প্রকল্পের বাস্তবায়ন, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য আবাসন প্রকল্প, সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজসহ আরও কয়েকটি প্রকল্প। এসব দাবি-দাওয়াসমূহ ইতোমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চলসহ কয়েক কোটি মানুষ এর সুফল ভোগ করতে পারবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গন রোধকল্পে নদীতীর সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়), নবনির্মিত নয়তলা বিশিষ্ট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ১ম (পর্যায়), নবনির্মিত বহুতল পৌর আধুনিক (বিপণিবিতান) সুপার মার্কেট উদ্বোধন, মজুচৌধুরীহাট নৌবন্দর, ২৫০ শয্যার হাসপাতাল, লক্ষ্মীপুর-চরআলেকজান্ডার মহাসড়কে পিয়ারাপুর সেতু এবং আলেকজান্ডার-সোনাপুর মহাসড়কে চেউয়াখালী সেতু, জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র, কোস্টগার্ড স্টেশনের প্রশাসনিক নাবিক নিবাস, আনসার ও ভিডিপি ব্যাটালিয়ন সদর দফতর কমপ্লেক্স, ডেভেলপমেন্ট অব পোস্ট গ্র্যাজুয়েট গব. কলেজ, পুলিশ লাইন ব্যারাক, সদর উপজেলা পরিষদ ও অডিটরিয়াম, পুলিশ অফিসার মেস, লক্ষ্মীপুর জেলা শহর সংযোগ সড়কে পিসি গার্ডার সেতু নির্মাণ, উপজেলা পরিষদ কমপ্লেক্স, পাসপোর্ট অফিস, পৌর আইডিয়াল কলেজ চতুর্থ ভবন নির্মাণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রায়পুর এবং কমলনগর উপজেলা, খাদ্যগুদাম নির্মাণ, মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ৩য় ও ৪র্থ তলা নির্মাণ, কমলনগর প্রাণিসম্পদ ও প্রাণী হাসপাতাল ভবনসহ জেলার ২৭টি স্থাপনার ফলক উন্মোচন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা-উপজেলা, প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতিমূলক সভা করা হচ্ছে এবং জনসমাবেশকে জনসমুদ্রে রূপান্তর করা হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে ১৮ বছর পর তৃতীয়বার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্মীপুরে আগমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে জেলার সর্বত্র সাজ সাজ রব। পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা জেলা।
×