ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কের এ্যাটর্নি প্রীত ভারারা বরখাস্ত

প্রকাশিত: ০৪:৫১, ১৩ মার্চ ২০১৭

নিউইয়র্কের এ্যাটর্নি প্রীত ভারারা বরখাস্ত

পদত্যাগে অস্বীকৃতি জানানোয় জোর করে বরখাস্ত করা হয়েছে নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত এ্যাটর্নি প্রীত ভারারাকে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নিয়োগ পাওয়া ভারারার সঙ্গে আরও ৪৫ জন কেন্দ্রীয় কৌঁসুলি বা ডিস্ট্রিক্ট এ্যাটর্নিকে শুক্রবার পদত্যাগের অনুরোধ জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি এ্যাটর্নি জেনারেল ডানা বয়েন্টে। কিন্তু এ আহ্বানে সাড়া দেননি প্রীত ভারারা। এরপরই তাকে বরখাস্ত করা হয়েছে বলে এক টুইটে জানিয়েছেন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের। শনিবার এক টুইটার বার্তায় ভারারা লেখেন, আমি পদত্যাগ করিনি। কিছুক্ষণ আগে আমাকে বরখাস্ত করা হয়েছে। সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কে মার্কিন এ্যাটর্নি হিসেবে কাজ করতে পারা আমার পেশাগত জীবনে অত্যন্ত সম্মানের ছিল।
×