ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের পাঁচ বিধানসভায় ২টিতে বিজেপি, ৩টিতে কংগ্রেস জয়ী

প্রকাশিত: ০৪:৫১, ১৩ মার্চ ২০১৭

ভারতের পাঁচ বিধানসভায় ২টিতে বিজেপি, ৩টিতে কংগ্রেস জয়ী

ভারতের পাঁচ বিধানসভা নির্বাচনে দুটিতে বিজেপি ও তিনটিতে কংগ্রেস জয়ী হয়েছে। উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে বিজেপি এবং পাঞ্জাবে নিরঙ্কুশ জয় পেয়েছে কংগ্রেস। মনিপুর ও গোয়ায় নিরাঙ্কুশ জয় না পেলেও সরকার গঠনের মতো অবস্থানে এগিয়ে রয়েছে কংগ্রেস। গোয়ার বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ২১টি আসন, যেখানে কংগ্রেস পেয়েছে ১৭টি ও বিজেপি পেয়েছে ১৩টি আসন। অন্যান্য দল পেয়েছে ১০টি আসন। ফলে বিজেপি ছাড়াই অন্যদের নিয়ে সরকার গঠন করতে সক্ষম হবে কংগ্রেস। বিজেপি দুটিতে জিতলেও এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থান আরও শক্তিশালী করল। বিশেষ করে উত্তর প্রদেশে বিজেপির নিরঙ্কুশ জয় মোদি ম্যাজিককে আবারও একবার প্রতিষ্ঠিত করল। ১৪ বছর পর মোদির নেতৃত্বে বিজেপি এই বিধানসভায় জয় তুলে নিল। উত্তর প্রদেশের বিধানসভার ৪০৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৩২৪টি, সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট পেয়েছে ৫৪টি, বহুজন সমাজ পার্টি পেয়েছে ১৯টি এবং অন্যান্য দল পেয়েছে ৬টি আসন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আখিলেশ যাদব ও কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচনী প্রচার চালায় দল দুটি। কিন্তু কংগ্রেস ও সমাজবাদী পার্টির বহু দিনের রাজনৈতিক আধিপত্য বলয়ে জনপ্রিয়তার জোয়ার তুলতে সক্ষম হয়েছেন মোদি ও তার বিশ্বস্ত নেতা বিজেপির সভাপতি অমিত শাহ। মুসলিমদের আধিপত্য থাকা এ রাজ্যে কংগ্রেস বরাবরই তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হয়। কিন্তু এবার তা মিথ্যা করে দিয়ে জাতীয়তাবাদের কেতন উড়িয়েছেন মোদি ও অমিত শাহ জুটি। এছাড়া এ রাজ্যে ভরাডুবি হয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টির। উত্তরাখন্ডে বিজেপি জয় ছিনিয়ে নিয়েছে সহজেই। এ রাজ্যে কংগ্রেসের সাজানো দুর্গ তছনছ করে দিয়ে বিজেপির জয়রথ ছুটিয়েছেন মোদি-অমিত শাহ। এ বিধানসভার ৭০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৫৭টি, কংগ্রেস পেয়েছে ১১টি এবং অন্যান্য দল পেয়েছে ২টি আসন। বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ৩৬টি আসন, যার প্রায় দ্বিগুণ আসন জিতেছে বিজেপি। পাঞ্জাব রাজ্যের বিধানসভায় কংগ্রেস তার স্বরূপ ধরে রাখতে সক্ষম হয়েছে। এ বিধানসভার ১১৭ আসনের মধ্যে কংগ্রেস ৭৭টি, আম আদমি পার্টি ২০টি, এসএডি পার্টি ১৮টি এবং অন্যান্য দল পেয়েছে ২টি আসন। পাঞ্জাবে বিজেপির কোন অবস্থান নেই। তবু উত্তর প্রদেশে বিজেপির যে উত্থান, তাতে পাঞ্জাবের জয়-পরাজয় তাদের কাছে ধর্তব্য নয়। মনিপুরে কংগ্রেস এবারও বিধানসভায় এগিয়ে রয়েছে। তবে বিজেপি এখানে অনেক ভাল করেছে। -এএফপি
×