ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তেহরানের অভিযোগ

মার্কিন ভ্রান্ত নীতির কারণেই আইএস সৃষ্টি হয়েছে

প্রকাশিত: ০৪:৫০, ১৩ মার্চ ২০১৭

মার্কিন ভ্রান্ত নীতির কারণেই আইএস সৃষ্টি হয়েছে

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ লিওনার্দো ভোটেলের বিদ্বেষী ও ইরান বিরোধী বক্তব্য নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি শনিবার পাল্টা অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিবেচনাহীন ও ভুল নীতিই হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কট, উত্তেজনা এবং অস্থিতিশীলতার মূল কারণ। এ নীতির কারণেই আল-কায়েদা ও আইএস সন্ত্রাসীদের মতো উগ্রগোষ্ঠী সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। খবর ইরনার। কাসেমি বলেন, মার্কিন কর্মকর্তাদের ভুল ও হস্তক্ষেপমূলক নীতির কারণেই এ অঞ্চলে চলমান উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের অতিরিক্ত দাবি, মধ্যপ্রাচ্যের কৌশলগত ও সংবেদনশীলতা সম্পর্কে সঠিক ধারণা না থাকা এবং ফিলিস্তিনী ভূখ-ে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত দখলদারিত্বের প্রতি সমর্থনের মাধ্যমে তারা একের পর এক ভুল করে চলেছেন। বাহরাম কাসেমি আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠী তৈরির বিষয়ে ইরানের বিরুদ্ধে অভিযোগ নিতান্তই মধ্যপ্রাচ্যের ঘটনাবলীতে মার্কিন ভূমিকা গোপন করার প্রচেষ্টা। গত বৃহস্পতিবার মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে দেয়া বক্তব্যে জেনারেল ভোটেল বলেছেন, মধ্যপ্রাচ্যে আধিপত্যবাদী শক্তি হতে চায় ইরান এবং ইরানী বাহিনী ইরাক, ইয়েমেন, লেবানন, গাজা এবং সিরিয়ায় মার্কিন স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত। এছাড়া আগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করছে। তিনি সে সময় দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ইরানের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হুমকি। বাহরাম কাসেমি আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠী তৈরির বিষয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় একদম খোলামেলা ও সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। গত আগস্ট মাসে ট্রাম্প এক সাক্ষাতকারে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস প্রতিষ্ঠা করেছেন। ট্রাম্প আরও বলেছিলেন, আমি দৃঢ়ভাবে বলছি ওবামা হচ্ছেন আইএসের প্রতিষ্ঠাতা।
×