ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিজারুল কায়েসের প্রতি ব্রাজিল সামরিক বাহিনীর শ্রদ্ধা

প্রকাশিত: ০৪:৪৮, ১৩ মার্চ ২০১৭

মিজারুল কায়েসের প্রতি ব্রাজিল সামরিক বাহিনীর শ্রদ্ধা

কূটনৈতিক রিপোর্টার ॥ ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের প্রতি রবিবার ব্রাজিলের সামরিক বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। মিজারুল কায়েসের মরদেহ ঢাকায় আসতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ব্রাজিলে কোন দেশের রাষ্ট্রদূত মারা গেলে প্রথা অনুযায়ী এই শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মিজারুল কায়েসের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সূত্র জানায়, বাংলাদেশ থেকে ব্রাজিল অনেক দূরের দেশ হওয়ার কারণে মিজারুল কায়েসের মরদেহ ঢাকায় আসতে দেরি হবে। কেননা ঢাকা থেকে ব্রাজিলের সরাসরি কোন বিমান নেই। যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত হয়ে তার মরদেহ ঢাকায় আসবে।
×