ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১২ প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৪:৪৮, ১৩ মার্চ ২০১৭

১২ প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ সরকারী রাস্তা দখল করে প্রতিষ্ঠান পরিচালনা করা, ভেজাল খাদ্য বিক্রিসহ নানা অপরাধে ১২টি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রবিবার দুপুরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। দুপুরে অঞ্চল ৫-এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নেতৃত্বে ডিএনসিসির শ্যামলী ও রিং রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে হোটেল, রেস্তরাঁ, মিষ্টির দোকান, কনফেকশনারি ও ফাস্টফুডসহ ৭টি দোকানকে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফুটপাথ দখলকারী ৭০টির অধিক অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। অপরদিকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে আরও একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে গুলশান ও তেজগাঁও এলাকার বিভিন্ন স্থানে দেয়াল লিখন এবং দেয়ালে পোস্টার স্থাপনের অপরাধে ৪টি প্রতিষ্ঠানের প্রতিটিকে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাথে অবৈধভাবে নির্মাণ বর্জ্য রাখার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
×