ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের জরিপে তথ্য

অগ্নিঝুঁকির মধ্যে ঢাকার ৮২৮ শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৪:৪৬, ১৩ মার্চ ২০১৭

অগ্নিঝুঁকির মধ্যে ঢাকার ৮২৮ শিক্ষা প্রতিষ্ঠান

মশিউর রহমান খান ॥ ভূমিকম্প ও আগুনের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা ছাড়াই অবাধে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাজধানীর ছোট বড় ৮২৮ শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্ডারগার্টেন থেকে শুরু করে সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় পর্যন্ত এ তালিকায় রয়েছে। ভূমিকম্প ও আগুনের ঝুঁকি মোকাবেলায় সরকারী নিয়ম ভঙ্গ করে নামমাত্র প্রস্তুতি নিয়েই চলছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ২৫ লক্ষাধিক ছাত্রছাত্রী সকাল থেকে বিকেল কোন ক্ষেত্রে রাত পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়েই পড়াশোনা করছেন। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছেÑ তেজগাঁও এলাকায় স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফলে যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন লাগলে কিংবা বড় ধরনের কোন ভূমিকম্প হলেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। যা একসঙ্গে সামলানো অনেকটা অসম্ভব হয়ে পড়বে। সংশ্লিষ্টদের মতে, অতিদ্রুত এসব সমস্যা দূর করা না হলে যে কোন সময় বড় বিপর্যয় ঘটতে পারে। গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মার্কেটে আগুন লাগার পর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারী সংস্থা ফায়ার সার্ভিসের ১১টির মধ্যে ৯টি ইউনিটের এক বিশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে। মাটির নিচের জলাধারের ধারণক্ষমতা, অবস্থানকারী জনসংখ্যা, প্রবেশদ্বারের প্রশস্ততা, স্মোকহিট ডিটেক্টর, মেঝের আয়তন, জরুরী নির্গমন সিঁড়ি, লিফট, ইত্যাদি বিষয় খতিয়ে দেখে এসব শিক্ষাপ্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কিংবা সন্তোষজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংস্থা ৯৩৭ প্রতিষ্ঠানের মধ্যে জরিপে আগুন ও ভূমিকম্প মোকাবেলায় প্রয়োজনীয় সক্ষমতা নেই অর্থাৎ ঝুঁকিপূর্ণ এমন ৮২৮ প্রতিষ্ঠান চিহ্নিত করেছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ২৫ লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী এক মাসের মধ্যেই এসব প্রতিষ্ঠানে ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্ততি নিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নির্দেশ সংবলিত চিঠি প্রদান করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ বাস্তবায়ন হয়েছে কি না ফায়ার সার্ভিস আবার এসব প্রতিষ্ঠান পরিদর্শন করবে বলে চিঠিতে জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। তালিকা অনুযায়ী কয়েক ধাপে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮২৮টির ভূমিকম্প ও অগ্নিকা- মোকাবেলার পর্যাপ্ত সক্ষমতা না থাকায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ ৯৪ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ১৫ প্রতিষ্ঠানকে আগুন ও ভূমিকম্প মোকাবেলায় প্রয়োজনীয় ও সন্তোষজনক ব্যবস্থা রয়েছে বলা হয়েছে। জরিপে বলা হয়, রাজধানীর সরকারী-বেসরকারী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার জন্য তৈরিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শতকরা ৮৮ ভাগেরই অগ্নিঝুঁকি মোকাবেলার পর্যাপ্ত সক্ষমতা নেই। এছাড়া পুরো রাজধানীর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হচ্ছেÑ তেজগাঁও এলাকায় প্রতিষ্ঠিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। জরিপে ঝুঁকিপূর্ণ এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), কেমব্রিয়ান স্কুল উল্লেখযোগ্য। এছাড়া ইংরেজী মাধ্যমের কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ও স্কলাস্টিকাসহ অনেক আধুনিক ইংরেজী মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আর এ কারণেই ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ॥ অগ্নিঝুঁকিতে থাকা ৮২৮টি সরকারী-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি সুপরিচিত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। এগুলোর মধ্যে সরকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছেÑ ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ভিকারুননেসা নূন স্কুল এ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল স্কুল এ্যান্ড কলেজ, মোহাম্মাদপুর প্রিপারেটরি স্কুল এ্যান্ড কলেজ, ধানম-ি গবর্নমেন্ট বয়েজ স্কুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রশাসনিক ভবন। বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, রাজউক উত্তরা মডেল কলেজ, স্কলাস্টিকা স্কুল (সিনিয়র ক্যাম্পাস), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ক্যামব্রিয়ান কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইউনাইটেড ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, দি পিপলস ইউনিভার্সিটি, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, আল-মানারত বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, মাইলস্টোন স্কুল ও কলেজ (উত্তরা), শান্তা মারিয়ম ইউনিভার্সিটি উল্লেখযোগ্য।
×