ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ কটকা ট্র্যাজেডি দিবস

প্রকাশিত: ০৪:৩২, ১৩ মার্চ ২০১৭

আজ কটকা ট্র্যাজেডি দিবস

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে কটকা ট্র্যাজেডি দিবস তথা শোক দিবস পালিত হবে। ২০০৪ সালের এই দিনে সুন্দরবনের কটকা সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্রছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেন। এর পর থেকে প্রতিবছর ১৩ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কালোব্যাজ ধারণ, শোকর‌্যালি, কটকা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয় জামে মসজিদে মিলাদ ও এতিমদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ, কটকা স্মৃতিসৌধে শোক সভা ও স্মৃতিচারণ, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন প্রভৃতি। স্টামফোর্ডে স্ট্রেবার্ডের যুগ পূর্তি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজী বিভাগের সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠন স্ট্রেবার্ডের এক যুগ পূর্তি উপলক্ষে শনিবার আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ফারহানাজ ফিরোজ। বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং নির্দেশক আতাউর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুস সেলিম। -বিজ্ঞপ্তি
×