ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় গৃহবধূকে পিটিয়ে হত্যা ॥ স্বামী-শাশুড়ি পলাতক

প্রকাশিত: ০৪:৩০, ১৩ মার্চ ২০১৭

ভাঙ্গায় গৃহবধূকে পিটিয়ে হত্যা ॥ স্বামী-শাশুড়ি পলাতক

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ মার্চ ॥ ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কুড়ালতলা গ্রামে অন্তরা বেগম (২৮) নামে গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে। অন্তরা বেগম নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কুড়ালতলা গ্রামের আ. লতিফ মীরের মেয়ে (২২)। এক ভাই ও দুই বোনের মধ্যে অন্তরা দ্বিতীয়। ছয় বছর আগে একই গ্রামের হাসান তালুকদারের ছেলে দুবাই প্রবাসী নাজমুল তালুকদারের (২৮) সঙ্গে তার বিয়ে হয়। অন্তরার সামিয়া (৫), শাহাবুর (২) নামের দুই সন্তান রয়েছে। অন্তরার বাবা লতিফ মীর জানান, জামাতা নাজমুল তালুকদারকে বিদেশে যাওয়ার সময় নগদ ৭০ হাজার টাকা দিয়েছেন। প্রথমে কিছুদিন নাজমুলের সঙ্গে সুসম্পর্ক থাকলেও হঠাৎ সম্পর্কের অবনতি ঘটে। মেয়ের পরিবারের খরচের টাকা না দিলে তিনি মেয়েকে তার বাড়িতে রাখেন দুই বছর। গত ৭ মার্চ নাজমুল ছুটিতে দেশে আসেন। এরপর অন্তরা স্বামীর বাড়িতে যায়। লতিফ মীর অভিযোগ করেন, শনিবার সকালে স্বামীর বাড়িতে অন্তরার সঙ্গে স্বামীর কথা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অন্তরাকে বেধড়ক মারপিট করা হয়। এতে অন্তরা গুরুতর আহত হলে স্বামী ও শাশুড়ি নাছিমা বেগম অন্তরাকে সকাল সাড়ে ৯টার দিকে পাশের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক অন্তরাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অন্তরার লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে স্বামী ও শাশুড়ি পালিয়ে যায়। চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, হাসপাতালে আনার আগেই অন্তরার মৃত্যু হয়। তিনি বলেন, অন্তরার মুখে বিষ পাওয়া গেছে।
×