ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবজাতক ও চালকসহ ৪ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২৯, ১৩ মার্চ ২০১৭

নবজাতক ও চালকসহ ৪ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ ফরিদপুরে নবজাতক, নওগাঁয় চালক, বরিশালে যুবক ও শিমুলিয়া ফেরিঘাটের কাছে নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের : ফরিদপুর ॥ শহরতলীর কমলাপুরের পুলিশ লাইন হাসপাতালের সামনের একটি পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ । এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় লোকজন শনিবার রাতে পুকুর পাড়ে একটি পলিথিনে পেঁচানো অজ্ঞাত পরিচয় মৃত নবজাতক পড়ে থাকতে দেখেন। পরে রাতেই পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে। নওগাঁ ॥ রবিবার দুপুরে রানীনগরে বিপ্লব কুমার সাহা (২২) নামে এক চার্জার চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মিরাট ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ড নির্মিত সøুইসগেট এলাকার আতাইকুলা-বান্দাইখাড়া বাঁধ কাম সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত বিপ্লব নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মহল্লার বাসিন্দা মৃত বিনয় চন্দ্র সাহার পুত্র। জানা গেছে, চার্জার চালক বিপ্লব সাহা শনিবার রাত ৯টার দিকে কয়েক যাত্রী রিজার্ভ নিয়ে আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামে যাচ্ছিল বলে তার ভাইকে মোবাইল ফোনে জানায়। কিন্তু রাত গভীর হওয়ার পর পরিবারের লোকজন বিপ্লবের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তখন থেকে তার কোন অবস্থান তারা জানতে পারেনি। রবিবার সকালে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এর এক পর্যায়ে তার অটো চার্জার গাড়িটি নওগাঁ সদর থানার খিদিরপুরে চাকা ও গাড়ির অন্যান্য মূল্যবান সামগ্রী ছাড়া গাড়ির বেশ কিছু অংশ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। রবিবার বেলা সাড়ে ১১টায় রানীনগর উপজেলার আতাইকুলা রোডে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের দফাদার থানায় খবর দেয়। খবর পেয়ে নিহত বিপ্লবের স্বজনরা থানায় গিয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে বিপ্লবের লাশ শনাক্ত করে। বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের একটি পুকুর থেকে রবিবার সকালে কালু সরদার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কালু ওই গ্রামের মহব্বত আলী সরদারের পুত্র। পুলিশ জানায়, শনিবার বিকেলে রহস্যজনকভাবে কালু নিখোঁজ হয়। রবিবার সকাল সাড়ে দশটায় সোনামদ্দিন সরদারের পুকুরে কালুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া ফেরিঘাটের কাছের পদ্মা নদী থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। এই পুরুষ ব্যক্তির মুখে হালকা দাঁড়ি রয়েছে। কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে পদ্মায় ডুবে যাওয়া স্পিডবোটের যাত্রী হতে পারে।
×