ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিষ্টি আলুবিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৪:২৮, ১৩ মার্চ ২০১৭

মিষ্টি আলুবিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ পুষ্টিগুণসমৃদ্ধ কমলা রঙের শাঁসযুক্ত মিষ্টি আলুর অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের অভিনন্দন কনভেশন সেন্টারে আন্তর্জাতিক আলু কেন্দ্র ও বেসরকারী সংস্থা ব্র্যাক এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বারি-৪ ও বারি-৮ জাতের কমলা রঙের শাঁসযুক্ত মিষ্টি আলুর গুণাগুণ ও চাষ নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলওয়ার হোসেন। যক্ষ্মা প্রতিরোধে সভা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতির কার্যালয়ে ‘যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা রবিবার অনুষ্ঠিত হয়। নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহের উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ সঞ্চিতা রানী দাস, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, আকবর আলী প্রমুখ। মতবিনিময় সভায় আয়োজকরা জানায়, ২০১৪ সালে তথ্যানুযায়ী বছরে প্রতি লাখে যক্ষ্মা রোগে আক্রান্ত হয় ২২৭ জন। বছরে প্রতি লাখে পুরাতন ও নতুনভাবে যক্ষ্মা রোগে আক্রান্ত হয় ৪০৪ জন। যক্ষ্মায় মৃত্যুর হার প্রতি লাখে প্রতি বছর ৫১ জন।
×