ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৮, ১৩ মার্চ ২০১৭

টুকরো খবর

ব্যবসায়ীকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১২ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ইনসান নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মা সুফিয়া বেগম জানান, তার ছেলে ইনসান দীর্ঘ ধরে গাজীপুর বাইপাস সড়কের সামনে কাঁচামাল বিক্রি করে আসছে। একই এলাকার হাসেমের সঙ্গে ইনসানের দোকান ভাড়া নেয়া সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ইনসান রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ হাসেম, মোহাম্মদ আলী, রুজী বেগম, ইসরাফিল, আব্দুর নূর, কবিরসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইনসানকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। ইনসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রেনে কাটা পড়ে যুবক নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার তার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আনুমানিক ২৪ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, কালিয়াকৈর উপজেলার তালাবহ এলাকায় রবিবার সকালে ঢাকা-রাজশাহী রেললাইনের পাশে ট্রেনে কাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। চালভর্তি ট্রাক পুকুরে নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১২ মার্চ ॥ ৩শ’ বস্তা চালসহ একটি ট্রাক পটিয়া পৌর সদরের সবজার পাড়া এলাকার একটি পুকুরে পড়ে গেছে। রবিবার সকাল ৭টায় এই ঘটনা ঘটে। জানা গেছে, দিনাজপুর থেকে ৩শ’ বস্তা চাল নিয়ে একটি ট্রাক পটিয়া পৌর সদরের সবজার পাড়া এলাকায় প্রবেশ করে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রিটার্নিং ওয়াল ভেঙ্গে পুকুরে পড়ে যায়। যুবককে আটকে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১২ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন সজীব প্রধান (২৫) নামে এক যুবককে ঘরে আটকে রেখে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত সজীব পশ্চিমগাঁও এলাকার মোক্তার হোসেনের ছেলে। আহত সজীব প্রধান জানান, একই এলাকার খোকনের সঙ্গে পার্টনারশিপে একটি একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিল। খোকনের সঙ্গে সজীব প্রধানের ব্যবসায়ের টাকা-পয়সার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সজীব প্রধান রিক্সা দিয়ে বাড়ি যাওয়ার সময় রাজু, রবিন, আরিফ, দীপসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রিক্সার গতিরোধ করে সজীবকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে প্রতিপক্ষের লোকজন সজীবকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের একটি ঘরে আটকে রেখে পিটিয়ে আহত করে। এ সময় প্রতিপক্ষের লোকজন সজীবের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। সজীবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন মামলা হত্যা করবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা সংবাদদাতা, বেড়া, পাবনা, ১২ মার্চ ॥ বেড়া উপজেলার চাকলা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে (৩২) কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বেড়া পৌর সদরের সানিলাপাড়ায় গ্যালাক্সি কিন্ডারগার্টেনের কাছে এ ঘটনা ঘটে। চেয়ারম্যানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, চেয়ারম্যান ফারুক হোসেন ঘটনার সময়ে বেড়া পৌর সদরে একটি বৈঠক শেষে একটি ফোন পেয়ে উপজেলা যুবলীগ সভাপতি দুলাল হোসেনের কাছে রওনা দেন। গ্যালাক্সি কিন্ডারগার্টেনের কাছে যাওয়ার পর ৮-৯ সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি পেটায় ও হাঁসুয়া দিয়ে কোপায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। চাচাত ভাইকে হত্যাচেষ্টা ॥ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১২ মার্চ ॥ কিশোরগঞ্জের পল্লীতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আবু সাঈদ গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাই মাসুদ মিয়াকে রক্তমাখা ছুরিসহ আটক করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তি কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, রাজকুন্তি কুটিপাড়া গ্রামের মেরাজ উদ্দিনের এক মেয়ে প্রেম করে কিছুদিন আগে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মাসুদ মিয়া তার চাচাতো ভাই আবু সাঈদকে দোষারোপ করে। এর জেরে রবিবার সকালে মাসুদ স্থানীয় বৌলাই বাজার সংলগ্ন এলাকায় আবু সাঈদকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। সন্ত্রাসী হামলায় যুবদল নেতা জখম নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ মার্চ ॥ জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় কলাপাড়া উপজেলা যুবদলের সভাপতি গাজী আক্কাস উদ্দিন গুরুতর জখম হয়েছে। এতে তার বাম চোখ মারাত্মক জখম হয়েছে। রবিবার বেলা একটার দিকে কলাপাড়া পৌরশহরের কলাপট্টি খেয়াঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আক্কাস গাজীর ভাই গাজী আব্বাস উদ্দিন বাচ্চু জানায়, টিয়াখালী ইউনিয়নের নদীর তীরে পায়রা বন্দরের উত্তর পাশে কিছু সরকারী জমি রয়েছে। সেই জমিতে এম.এম বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান জোরপূর্বক বালু ভরাট করে আসছে। তাদের বাধা দেয়ার অপরাধে এমএম বিল্ডার্সের প্রতিনিধি টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কবির গাজী চড়াও হয়। বাধা দেয়ার অপরাধে রবিবার বেলা একটার দিকে কবির গাজীর ছেলে অভি গাজী, অমি গাজী এবং তাদের ১০-১২ সহযোগী আমার ভাইর ওপর হামলা চালায়। এতে তার বাম চোখে ক্ষত হয়। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ রেফায়েত হোসাইন জানান, আক্কাস গাজীর বাম চোখে প্রচ- আঘাত করা হয়েছে। চোখের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার চেষ্টা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১২ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কেনার টাকা না পেয়ে ছেলে বাড়িঘর ভাংচুর ও মাকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণখালী এলাকায় এ ঘটনা ঘটে। মা হালিমা বেগম জানান, তার ছেলে আরিফ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে আসছে। আরিফকে মাদক সেবন করতে বাধা দিলে প্রায় সময় সে হালিমা বেগমকে যন্ত্রণা করত। রবিবার দুপুরে আরিফ তার মা হালিমা বেগমের কাছে মাদক কেনার জন্য টাকা চায়। হালিমা মাদক সেবনের জন্য কোন টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয়। টাকা না পেয়ে আরিফ ক্ষিপ্ত হয়ে বাড়িঘর ভাংচুর করে ও হালিমা বেগমকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা চালায়। গ্রামীণ নারী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিন দিনব্যাপী গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশে উপজেলা পর্যায় জীবন-জীবিকা নির্ভর প্রযুক্তিভিত্তিক ব্যবসা নির্বাচন প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় স্থানীয় ডুয়েট হোটেল সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। মহিলাবিষয়ক অধিদফতর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) উদ্যোগে উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক রয়েছেন কে এম আলী সম্রাট, শাহিনা আক্তার লোপা এবং উইমেন নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি উম্মে কুলসুম মুন্নী। ‘বাণিজ্যমেলায় হামলায় ছাত্রলীগ জড়িত নয়’ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেনি। এই মেলার গ্যারেজ নিয়ে ৪-৫টি গ্রুপের দ্বন্দ্বের ফলে ভাংচুর হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও মহানগর সাধারণ সম্পাদক আসাদুজ্জমান রাসেল এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছেন, সেখানে ছাত্রলীগের কোন নেতাকর্মী হামলা করেনি। অহেতুক একটি মহল মহানগর ছাত্রলীগের ভাবমূর্তিকে ক্ষুণœ করার জন্য হীন চক্রান্তে লিপ্ত হয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্ররোচিত করেছে। নেতৃবৃন্দ ছাত্রলীগকে জড়িয়ে সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানান। উল্লেখ্য, শনিবার দুপুরে বাণিজ্যমেলায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আয়োজক এবং সেখানে উপস্থিত পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ছাত্রলীগের কিছু নেতাকর্মীর কথা। মেঘনায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জ তাপবিদ্যুত কেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেলে গোসল করতে গিয়ে পানির তোড়ে টিকতে না পেরে বিজয় (১৫) নামে কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বিজয় চর চরাতলা গ্রামের আলম মিয়ার ছেলে। সে হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এলাকাবাসী জানায়, দুপুর আড়াইটার দিকে হাসপাতাল রোডে আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেলে গোসল করতে যায় তিন বন্ধু রাজীব, শাহ আলী ও বিজয়। হঠাৎ পানির তোড়ে টিকতে না পেরে তিন বন্ধুর পা পিছলে যায়। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে রাজীব ও শাহ আলীকে উদ্ধার করতে পারলেও বিজয় প্রবল স্রোতের সঙ্গে মিশে মেঘনা নদীতে ডুবে যায়। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়, পরে স্থানীয় ডুবুরিরা মেঘনা নদী থেকে বিকেল ৪টার দিকে বিজয়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিবির নেতা আটক নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ মার্চ ॥ সদর উপজেলার ঢোলারাহাট ইউনিয়নে রবিবার শেষ রাতে নিজ বাড়ি থেকে আলাল উদ্দীন আলাল নামে শিবির নেতাকে আটক করেছে পুলিশ। আটক আলাল উদ্দীন আলাল ঢোলারহাট ধর্মপুর গ্রামের মৃত নাজিম উদ্দীন নাজুর ছেলে এবং সে রুহিয়া থানা শিবিবের ভারপ্রাপ্ত সেক্রেটারি। রুহিয়া থানার ওসি খান শাহরিয়ার জানান, শিবির নেতা আলাল উদ্দীন আলাল নিজ বাড়িতে বসে এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। ওয়াজ মাহফিলে উস্কানি ॥ আটক তিন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ মার্চ ॥ গোয়ালপাড়া এলাকায় ওয়াজ মাহফিলে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে জামায়াতকর্মীসহ তিনজনকে শনিবার রাত ১২টার দিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সরকারপাড়া মহল্লার জামায়াতকর্মী ইউনুস আলী, একই মহল্লার তোফাকুল ইসলাম ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাদর গ্রামের শাহ আলম। ওসি মশিউর রহমান জানান, পুলিশের কাছ থেকে কোন অনুমতি না নিয়ে শনিবার রাতে গোয়ালপাড়া এলাকায় ওয়াজ মাহফিল শুরু করে স্থানীয়রা। সিলেট ও সুনামগঞ্জের দুই নেতাকে বহিষ্কার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেট ও সুনামগঞ্জ জেলার দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সাময়িক বহিষ্কৃতরা হচ্ছেনÑ সিলেট জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ। কেন্দ্রীয় আওয়ামী লীগের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাবিরোধী ও সংগঠনের স্বার্থপরিপন্থী কর্মকা-ে অংশগ্রহণ করার অভিযোগে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১২ মার্চ ॥ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও রসমালাই তৈরি করার দায়ে সীতাকু-ের প্রাচীনতম মিষ্টি তৈরি প্রতিষ্ঠান অমলেন্দু সেন এন্ড সুইটস’র কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশমুক্ত করে আগামী ১৫ দিনের মধ্যে মিষ্টি তৈরি করার নির্দেশ প্রদান করেন। রবিবার বিকেলে সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপহৃত শিশু উদ্ধার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর কানিশাইল এলাকা থেকে অপহৃত পাঁচ বছরের শিশু নিয়ামত হোসেন রিফাতকে লালমনিরহাট থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, এই অপহরণচক্রের মূলহোতা হচ্ছে স্বাধীন মিয়া। সে লালমনিরহাট সদর থানার খুনিয়াগাছের হাজীপাড়া গ্রামের হযরত মিয়ার ছেলে। তার সঙ্গে আরও দুজন জড়িত রয়েছে। অপহরণকারী স্বাধীন পিডিবির প্রথম শ্রেণীর ঠিকাদার নেছার আহমেদের পরিচিত। সে তার সঙ্গে কাজ করত। শুক্রবার সকাল ৮টার দিকে নাস্তা খেয়ে রিফাত আশপাশের বাসার বাচ্চাদের সঙ্গে খেলছিল। তখন তাকে অপহরণ করা হয়েছে।
×