ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় ভার্সিটির ২৪ তলা ভবনের কাজ উদ্বোধন

প্রকাশিত: ০৪:২৬, ১৩ মার্চ ২০১৭

জাতীয় ভার্সিটির ২৪ তলা ভবনের কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দেশের ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এক লাখ বর্গফুট করে দুটি ২৪ তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় রবিবার ওই কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর ড. আলাউদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে পরিষদের কোষাধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন। জুতার গুদামে আগুন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১২ মার্চ ॥ পৌর সদরে রায় সুপার মার্কেটের হীরা সু স্টোরের গুদামে অগ্নিকা-ে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। জানা যায়, শনিবার রাত ৩টার দিকে ওই মার্কেটের হীরা সু স্টোরের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ময়মনসিংহ, গফরগাঁও, ত্রিশাল, ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
×