ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রশাসনের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য ॥ ইবি শিক্ষককে শোকজ

প্রকাশিত: ০৪:২৬, ১৩ মার্চ ২০১৭

প্রশাসনের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য ॥ ইবি শিক্ষককে শোকজ

ইবি সংবাদদাতা ॥ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বয়োটেকনোলজি বিভাগের এক শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘এফ’ ইউনিটে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। ৬ মার্চ তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়। এর পরই ওই ইউনিটের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে। এদিকে ৭ মার্চ প্রশাসনের সিদ্ধান্তকে অপরিপক্ব এবং শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দেন বিশ্ববিদ্যালয়ের বায়েটেকনোলোজি এ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত নোটিসের মাধ্যমে শোকজ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
×