ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিকিৎসকের যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৫, ১৩ মার্চ ২০১৭

চিকিৎসকের যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে ‘যৌন হয়রানির’ প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিকিৎসকের বিরুদ্ধে ছাত্রীকে ‘যৌন হয়রানির’ অভিযোগে মানববন্ধন করা হয়। শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অভিযুক্ত চিকিৎসক মোস্তফা কামালের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্রীরা নিরাপদ না হয় তাহলে আর কোথায় নিরাপদ থাকবে? তাই অবিলম্বে যৌন নিপীড়নকারী চিকিৎসকের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এমন ঘৃণ্য অপরাধের কথা চিন্তাও না করতে পারে। যৌন হয়রানির অভিযোগের তদন্তের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়েই ইউজিসি গঠিত ‘যৌন নীপিড়ন নিরোধ’ নামের সেল রয়েছে। চবিতে সেই সেলের প্রধান উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। এছাড়া এই কমিটিতে রয়েছেন ইউজিসির দুইজনসহ বিশ্ববিদ্যালয়ের আরও চার সদস্য। তারাই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার রাতে পেটের ব্যথা নিয়ে চিকিৎসার জন্য মেডিক্যাল সেন্টারে যান এক ছাত্রী। ওই সময়ে কর্তব্যরত চিকিৎসক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে যৌন হয়রানি করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এর প্রেক্ষিতে শনিবার তিনি লিখিত অভিযোগ দেন কর্তৃপক্ষ বরাবর।
×