ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জমি বিক্রির নামে প্রবাসীর ২০ লাখ টাকা আত্মসাত

প্রকাশিত: ০৪:২৫, ১৩ মার্চ ২০১৭

জমি বিক্রির নামে প্রবাসীর ২০ লাখ টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় সৌদি প্রবাসীর কাছে জমি বিক্রির নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে লোভী শ্বশুর-জামাইয়ের বিরুদ্ধে। স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সালিশী বৈঠকের পর পাওনা ২০ লাখ টাকা চাওয়ায় ওই পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হচ্ছে। এ অবস্থায় সৌদি প্রবাসী জামাল হাওলাদারের পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রবাসী জামাল হোসেন হাওলাদার বলেন, শরণখোলা উপজেলা সদরের উত্তর কদমতলা এলাকার বাসিন্দা বন কর্মচারী আবুল কালাম আজাদ ও তার জামাই নুরুল হাসান সাড়ে পাঁচ কাঠা জমি বিক্রির জন্য আমার সঙ্গে ৭০ লাখ টাকা জমির মূল্য ধার্য করে। জমি ক্রয় বাবদ ৩৫ লাখ টাকা অগ্রিম প্রদান করা হয়। পরবর্তীতে জমি রেজিস্ট্রি না করে তালবাহানা শুরু করে। একপর্যায়ে আবুল কালাম আজাদ ঐ জমি জামাই নুরুল হাসানের নামে বায়না চুক্তি করে। এ বিষয় স্থানীয় গণ্যমান্যদের জানালে ৩৫ লাখ টাকার মধ্যে ১৫ লাখ টাকা ফেরত দেন। এরপর পাওনা ২০ লাখ টাকা না দিয়ে উল্টো চাঁদাবাজি মামলা, হত্যার হুমকি দেয়। জামাল হোসেন হাওলাদার আরও বলেন, সৌদিতে কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার জন্য বিষয়টি থানা পুলিশকে জানালে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপস্থিতিতে সালিশ বৈঠকে ২৮ ফেব্রুয়ারি টাকা দেবার কথা থাকলে আজও পর্যন্ত টাকা ফেরত দেয়নি। বন বিভাগে চাকরির সুবাদে আবুল কালাম আজাদ প্রভাব খাটিয়ে হয়রানির চেষ্টা চালাচ্ছে। মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, আব্দুল আজিজ গাজীসহ এলাকাবাসী বলেন, আবুল কালাম আজাদ বন বিভাগে চাকরি করার প্রভাব খাটিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে জমি বিক্রির নামে অর্থ আত্মসাত করেন এবং মামলা মোকর্দ্দমা করে হয়রানি করে আসছে। এমনকি সরকারী রাস্তা দখল করে চলাচল বন্ধ করে দিয়েছে।
×