ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভয়নগরবাসীর স্বপ্ন পূরণের পথে

প্রকাশিত: ০৪:২৪, ১৩ মার্চ ২০১৭

অভয়নগরবাসীর স্বপ্ন পূরণের পথে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের অভয়নগর উপজেলাবাসীর স্বপ্নপূরণের পথে। তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এ ভৈরব নদের দক্ষিণে প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া, পায়রা ইউনিয়ন ও নওয়াপাড়া পৌরসভা এবং উত্তরপাড়ের শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নসহ পৌরসভার একাংশের মধ্যে সেতু বন্ধনের। এর জন্য প্রয়োজন ছিল ভৈরব নদের ওপর সেতু। যা ছিল এলাকাবাসীর প্রাণের দাবি। সে স্বপ্ন পূরণের পথে। ইতোমধ্যে ভৈরব সেতু নির্মাণকাজের ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। চলতি বছরই তা হস্তান্তর করা হবে। স্থানীয়রা জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে দক্ষিণের চারটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ব্যাপক উন্নয়ন ঘটলেও ভৈরব উত্তর জনপদে তুলনামূলক তেমন কোন উন্নয়ন ঘটেনি। যে কারণে ভৈরব উত্তর জনপদের মানুষের প্রাণের দাবি বা স্বপ্ন ছিল ভৈরব নদের ওপর সেতু। দীর্ঘদিনের চাওয়া-পাওয়ার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় ভৈরব নদের ওপর স্বপ্নের সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। তবে দফতরিক জটিলতার কারণে ২০১৫ সালের অক্টোবর মাসে ভৈরব সেতু নির্মাণকাজের উদ্বোধন করা হয়। মোট ৭৮ কোটি ১৫ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ৭০৩ মিটার দৈর্ঘ্য এবং আট মিটার প্রস্থ এ সেতু নির্মাণকাজ পায় ম্যাক্স গ্রুপ। নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামে নির্মিত ভৈরব সেতু নির্মাণকাজ সম্পর্কে কথা হয় এলজিইডি যশোর অফিসের সহকারী প্রকৌশলী এস এম জাকারিয়ার সঙ্গে। তিনি জানান, চলতি বছরের জুন মাসে সেতু নির্মাণকাজ সম্পন্ন করে হস্তান্তর করার কথা থাকলেও বিলম্বে কাজ শুরুর কারণে এ বছরের অক্টোবর অথবা নবেম্বর মাসে নির্মাণকাজ শেষ হবে।
×