ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ০৪:২০, ১৩ মার্চ ২০১৭

আদমদীঘিতে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলা ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মাত্র তিন পদের মধ্যে সাধারণ সম্পাদক ও কোষাধক্ষ্যের দুটি পদে গোপন ব্যালটে নির্বাচন হয়। মোট ৯৭ ভোটারের মধ্যে ৯২ ভোটার ভোট প্রদান করে। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কোরবান আলী ও কোষাধ্যক্ষ পদে ফেরদৌস আলী পুনরায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে ১৩ বারের সভাপতি রফিকুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ১৪ বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। -নিজস্ব সংবাদদাতা, সান্তাহার বেনাপোল বন্দরের আমদানি-রফতানি বন্ধ ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমার ছুটি থাকায় রবিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিল। ওপাড়ে সরকারী ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) আবদুল জলিল। বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলে বলেও জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, হোলি উৎসবের কারণে আমদানি-রফতানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিএ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় গেছেন। ফলে শনিবার দুপুরের পর থেকেই সকল কাজে ভাটা পড়েছে। রবিবার এ পথে কোন আমদানি-রফতানি হয়নি। আজ সোমবার সকাল থেকে পুরোদমে আবারও চলবে আমদানি-রফতানি কার্যক্রম। -স্টাফ রিপোর্টার, বেনাপোল
×