ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ০৪:১৯, ১৩ মার্চ ২০১৭

আজ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। দোল পূর্ণিমা ও হোলি উৎসবের কারণে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হবে। তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক এ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন ভূঁইয়া জানান, রবিবার হঠাৎ করে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের ফোন করে জানিয়েছেন দোল পূর্ণিমা ও হোলি উৎসবের কারণে সোমবার তাদের শ্রমিকরা পণ্য পরিবহন করতে পারবে না। এজন্য এদিন পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এফআর স্কিন কোটেড কেবলস বাজারে এনেছে বিবিএস কেবল বৈদ্যুতিক তার থেকে ভয়াবহ অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশের বাজারে প্রথমবারের মত পরিবেশ-বান্ধব ও অগ্নি প্রতিবন্ধক এফ আর স্কিন কোটেড কেবলস এনেছে দেশের খ্যাতনামা প্রি-ইঞ্জিনিয়ার্ড স্টিল বিল্ডিং, কেবলস, ওয়্যার ও কন্ডাকটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিবিএস কেবলস। কর্তৃপক্ষ জানান, এফআর স্কিন কোটেট কেবলস হচ্ছে বিশুদ্ধ পিভিসি ইনস্যুলেটেড কালার কোটেড এবং অগ্নি প্রতিবন্ধক নন-সীথেড সিঙ্গেল কোর কেবলস। সম্প্রতি রাজধানীর গুলশানে সিক্স সিজন্স হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এফআর স্কিন কোটেড কেবলস এর বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করেন বিবিএস কেবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ইঞ্জিঃ মোঃ বদরুল হাসান। -বিজ্ঞপ্তি
×