ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণ শুরু

প্রকাশিত: ০৪:১৭, ১৩ মার্চ ২০১৭

জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণ শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘদিন বন্ধ থাকার পর জিটুজি পদ্ধতিতে ফের মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু করেছে বাংলাদেশ। শনিবার ভোরে প্রথম দফায় ৯৬ জন বাংলাদেশী শ্রমিকের প্রথম দল কুয়ালালামপুর পৌঁছায়। তাদের স্বাগত জানাতে গিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বলেন, প্রবাসী শ্রমিকদের যে কোন সমস্যায় তাদের পাশে থাকবে দূতাবাস। বহুল প্রতীক্ষিত গবর্নমেন্ট টু গবর্নমেন্ট বা জিটুজি পদ্ধতিতে ৯৬ জন বাংলাদেশী শ্রমিক বহনকারী একটি বিমান শনিবার ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও জিটুজি পদ্ধতিতে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া শুরু করল মালয়েশিয়া। এ সময় তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা। সরকারী ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় আসতে পেরে খুশি বাংলাদেশীরা। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত হয়রানি ও প্রতারণা এড়াতে শ্রমিকদের যাতে দালালের খপ্পরে পড়তে না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে যায়। অন্য কোম্পানিতে যাওয়ামাত্র তারা অবৈধ হয়ে যাবে এবং পুলিশ তাকে আটক করে সঙ্গে সঙ্গে বাংলাদেশে পাঠিয়ে দেবে। ২০০৯ সালে কলিং ভিসা বন্ধ হয়ে গেলে কূটনৈতিক তৎপরতায় ২০১২ সালে জিটুজি পদ্ধতিতে কর্মী পাঠানোর চুক্তি করে দু’দেশের সরকার। ২০১৩ সালে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাওয়ার পর জিটুজি পদ্ধতিও বন্ধ হয়ে যায়। এ পদ্ধতিতে ফের বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া শুরু হওয়ায় দু’দেশের সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশী কমিউনিটি। তবে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধদের সমস্যা সমাধান বেশি প্রয়োজন বলে মনে করেন প্রবাসীরা।
×