ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের পুঁজিবাজারে আশার সঞ্চার

প্রকাশিত: ০৪:১৫, ১৩ মার্চ ২০১৭

ভারতের পুঁজিবাজারে আশার সঞ্চার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের শেয়ার, বন্ড ও মুদ্রাবাজারে নতুন গতির আশা সঞ্চার হয়েছে। আরও একধাপ উন্নতির ইঙ্গিত দিচ্ছেন অর্থ বিশ্লেষকরা। তারা বলছেন, উত্তর প্রদেশে নির্বাচনে নরেন্দ্র মোদির নিরঙ্কুশ জয় এ আশার সঞ্চার করেছে। তার এ জয়ে দেশের অর্থনৈতিক এজেন্ডার বাস্তবায়ন আরও পোক্ত হবে। বিশ্লেষকরা আরও বলছেন, দেড় দশক পর নরেন্দ্র মোদির জোয়ারে বিজেপির উত্তর প্রদেশ দখল আগামী ২০১৯ সালের নির্বাচনের ফলাফল অনেকটাই স্পষ্ট করে দিয়েছে। বিনিয়োগকারীরাও এখন ক্ষমতাসীন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাইবেন। কারণ, বিজেপি জাতীয় বিক্রয় কর আরোপসহ বাজারে নতুন নতুন সংস্কার আনার পক্ষে কাজ করছে। গবেষকদের পূর্বাভাস, ছুটির পর আজ সোমবার প্রথম কার্যদিবসে বাজারে ইতিবাচক গতি দেবে। এ সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সূচক ৯ হাজার মনস্তাত্ত্বিক বাধা পার করবে। গত সপ্তাহে যা ৮ হাজার ৯শ’র ঘরে ঘুরাফেরা করছিল। সোমবার ১০ বছর মেয়াদী বন্ড মার্কেটও ৩ থেকে ৪ বেসিস পয়েন্ট এগিয়ে যাবে। রয়টার্সের বরাতে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মোদির জয়ে ভারতের বাজার আরও বিদেশী বিনিয়োগ টানতে সক্ষম হবে। একইসঙ্গে মুদ্রাবাজারে রুপী আরও শক্তিশালী হবে। মুম্বাইয়ের একটি আর্থিক প্রতিষ্ঠানের পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের প্রধান অজয় ভদকে জানান, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে বিজেপির জোয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবকাঠামোগত অর্থনৈতিক সংস্কারে উৎসাহ যোগাবে। তার এবারে জয় এনএসইতে ২০১৫ সালের মার্চে গড়া ৯ হাজার ১৯৯ পয়েন্টের রেকর্ড ভেঙ্গে দেবে। তবে একটা বিষয়ে চিন্তা রয়েছে। সেটা হলোÑ আগামী ১৪-১৫ মার্চ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াচ্ছে কিনা। এই ইস্যুটি বাজারকে সাময়িকভাবে নিস্তেজ করতে পারে। থমসন রয়টার্সের তথ্য অনুযায়ী, ভারতের শেয়ারবাজার গত ১২ মাসে ১৯.৮৫ পিই রেশিওতে লেনদেন করছে। এর আগের ৫ বছরে যার গড় ছিল ১৭.৮।
×