ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শ্রমিকের দাবি বিবেচনা করতে হবে ॥ মেনন

প্রকাশিত: ০৮:৫৬, ১২ মার্চ ২০১৭

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শ্রমিকের দাবি বিবেচনা করতে হবে ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের উন্নয়নের বর্তমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে শ্রমিক ও শ্রমজীবী মানুষের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, উন্নয়নের মহাসড়ক তৈরির কারিগর শ্রমজীবী মানুষকে দূরে রাখলে সরকারের উন্নয়ন অগ্রযাত্রার গতিধারা ব্যাহত হবে। শনিবার জাতীয় শ্রমিক ফেডারেশন আয়োজিত প্রয়াত শ্রমিক নেতা হাফিজুর রহমান ভূঁইয়ার শোক সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী সভাপতি কামরুল আহসানের সভাপতিত্বে সভায় মেনন বলেন, গার্মেন্টস শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কোন অন্যায় করেনি। এখন সম্ভব না হলে খুব তাড়াতাড়ি এই মজুরি বৃদ্ধি করতে হবে। হতাশ ও বিক্ষুব্ধ শ্রমিক রেখে কোন কারখানাই ভালভাবে চলতে পারে না। শোক সভায় আরও বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ডাঃ ওয়াজেদুল ইসলাম, পাট-সুতা ও বস্ত্রকল সংগ্রাম পরিষদ নেতা লুৎফর রহমান, বিলসের নির্বাহী পরিচালক সুলতান উদ্দীন আহম্মেদ, সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, জাতীয় শ্রমিক ফেডারেশন নেতা রবিউল আউয়াল, টুটুল, শাহানা ফেরদৌস লাকী, বিল্ডিং ওয়ার্কার্স কনস্ট্রাকশন সহসভাপতি আমজাদ হোসেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি এম দেলোয়ার হোসেন, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ্ আলী খান কলিন্স প্রমুখ। রাজধানীর ফুটপাথ থেকে হকার উচ্ছেদ প্রসঙ্গে মেনন বলেন, হাকরদের বিকল্প কর্মসংস্থান না করে ফুটপাথ থেকে উচ্ছেদ করা হচ্ছে। অথচ এই নগরীর সকল ফুটপাথ দুর্বৃত্তদের দখলে। তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় না। উচ্ছেদের কারণে হকাররা এখন মানবেতর জীবনযাপন করছেন। তাদের বিষয়ে ইতিবাচক চিন্তা করারও তাগিদ দেন বিমানমন্ত্রী মেনন। শোক সভায় হাফিজুর রহমানের স্মৃতিরচারণ করে তিনি বলেন, হাফিজ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী নিয়ে অনেক সুযোগ-সুবিধা পাওয়ার পরও শ্রমিক আন্দোলনের কথা ভেবে শ্রমিকদের পাশেই ছিলেন। তিনি নেই, লড়াই আছে। সেই লড়াই অব্যাহত রাখতে পারলে আমরা হাফিজ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রাখতে পারব। বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন প্রধানমন্ত্রী সংসদে বলেছেন বিশ্বব্যাংক আমাদের পাট শিল্প ধ্বংস করেছে। আমি বলতে চাই বিশ্বব্যাংক শুধু পাট শিল্প না আমাদের সবকিছু ধ্বংস করেছে। পদ্মা সেতু ধ্বংসের চক্রান্তের মাধ্যমে বিশ্বব্যাংক জামায়াত-বিএনপিকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল।
×